হোম পিছনে ফিরে যান

Keir Starmer | ১৪ বছর পর ব্রিটেনে ক্ষমতার পালাবদল, প্রধানমন্ত্রী হয়ে কী বললেন স্টার্মার?

uttarbangasambad.com 3 দিন আগে
ছবি: সংগৃহীত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১৪ বছর পর ব্রিটেনে ক্ষমতার পালাবদল হল। কনজারভেটিভ পার্টি (টোরি)-কে পরাজিত করে নিরঙ্কুশ জয় পেল লেবার পার্টি। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন লেবার পার্টির প্রধান কিয়ের স্টার্মার (Keir Starmer)। টোরি নেতা তথা ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনকের (Rishi Sunak) স্থলাভিষিক্ত হয়েছেন স্টার্মার।

ব্রিটিশ পার্লামেন্টের (British Parliament) নিম্নকক্ষ ‘হাউস অফ কমন্স’-এ মোট আসন ৬৫০। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ম্যাজিক ফিগার হল ৩২৬। লেবারদের ঝুলিতে গিয়েছে ৪১২। টোরিরা পেয়েছে ১২১ এবং অন্যরা ১১৫। দু’টি আসনের ফলঘোষণা এখনও বাকি।

ভোটের ফলাফলেই স্পষ্ট এবার ক্ষমতা গিয়েছে লেবার পার্টির হাতে। ভোটের ফল স্পষ্ট হতেই সুনক অভিনন্দন জানান স্টার্মারকে। এরপর নিয়ম মেনে বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসকে ভোটের ফলাফল জানিয়ে প্রধানমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন সুনক। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে ফিরে বিদায়ী বক্তৃতা দেন তিনি। অন্যদিকে, স্টার্মার বাকিংহামে রাজার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সরকার গড়ার আমন্ত্রণ আনতে যান। এরপর বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ‘আজ থেকেই পরিবর্তনের পালা শুরু হল।’ পাশাপাশি তিনি বলেন, ‘আমরা পেরেছি। আজ থেকে আমরা পরবর্তী অধ্যায় শুরু করছি। দেশকে পুনর্গঠনের কাজ শুরু করছি।’

People are also reading