হোম পিছনে ফিরে যান

Reasi bus attack | রিয়াসিতে বাসে হামলা: জঙ্গিদের খোঁজে ৫ জায়গায় তল্লাশি এনআইএর

uttarbangasambad.com 5 দিন আগে

নয়াদিল্লি: জুনের শুরুতে রিয়াসিতে তীর্থযাত্রী বোঝাই বাসে জঙ্গি হামলার ঘটনায় পাঁচটি স্থানে তল্লাশি অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ৯ জুন মাতা বৈষ্ণো দেবী মন্দিরে যাওয়ার পথে তীর্থযাত্রী বোঝাই বাসে হামলা চালায় জঙ্গিরা। এতে নয়জন নিহত এবং ৪১ জন আহত হন। জঙ্গিরা বাসে গুলি চালানোর পর বাসটি গভীর খাদে পড়ে যায়। সেই ঘটনার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ত্রাসবাদ মোকাবিলায় সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ১৫ জুন জাতীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত হস্তান্তর করে। তারপর থেকে জঙ্গিদের ধরতে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। রবিবার রাজৌরি জেলার পাঁচটি স্থানে জঙ্গি ও তাদের মদতদাতাদের খোঁজে এনআইএর তরফে তল্লাশি চালানো হয়েছে। এই ঘটনায় ধৃত জঙ্গি হাকাম খান ওরফে হাকিন দীনকে জিজ্ঞাসাবাদ করে ওই পাঁচটি স্থানের হদিস পেয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, হাকাম ৯ জুনের হামলায় জড়িত জঙ্গিদের নিরাপদ আশ্রয়, রসদ এবং খাবার সরবরাহ করেছিল। হামলার তদন্তে নেমে জম্মু ও কাশ্মীর পুলিশ প্রায় ৫০ জনকে আটক করেছে।

People are also reading