হোম পিছনে ফিরে যান

সরকারি বিদ্যুৎ কোম্পানিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, ১৬৩ জনের চাকরির সুযোগ

banglatribune.com 2 দিন আগে

রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে চার ক্যাটাগরির পদে মোট ১৬৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ ৭ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৩১ জুলাই ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

১. পদের নাম: জুনিয়র হিসাব সহকারী
পদসংখ্যা: ৫
বেতন: ২৩,০০০ টাকা
গ্রেড: ১১
যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফিন্যান্স/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং/এআইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণির বিবিএ/বিবিএস (সম্মান) ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

২. পদের নাম: জুনিয়র প্রশাসনিক সহকারী
পদসংখ্যা: ৪
বেতন: ২৩,০০০ টাকা
গ্রেড: ১১
যোগ্যতা: যেকোনও বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

৩. পদের নাম: কারিগরি সহায়ক (ওঅ্যান্ডএম)
পদসংখ্যা: ১৫০
বেতন: ১৪,৫০০ টাকা
গ্রেড: ১৫
যোগ্যতা: কারিগরি শিক্ষা বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিকস/জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস/কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি/প্লাম্বিং ও পাইপ ফিটিংস ট্রেডে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি (ভোকেশনাল)/দাখিল (বিজ্ঞান)/এসএসসি (বিজ্ঞান) পাস। সুস্বাস্থ্যের অধিকারী, দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার ও স্থাপনায় ওঠা-নামার সক্ষমতা থাকতে হবে। 

৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪
বেতন: ১৪,৫০০ টাকা
গ্রেড: ১৫
যোগ্যতা: কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি বা দাখিল বা সমমান পাস।

চাকরির ধরন: এক বছরের প্রবেশনসহ পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। প্রবেশনকাল সফলতার সঙ্গে সম্পন্ন করলে পিজিসিবির চাকরি বিধি অনুযায়ী চাকরি নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কর্মমূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সময়ে চুক্তি নবায়ন করা হবে।

বয়সসীমা: ১ জুলাই ২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছর।  বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://pgcb.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: প্রতিটি পদের জন্য ৮০০ টাকা।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

People are also reading