হোম পিছনে ফিরে যান

পশ্চিমাবিরোধী জোট শক্তিশালী করতে চায় চীন ও রাশিয়া

prothomalo.com 2024/10/5

পশ্চিমাবিরোধী জোটকে শক্তিশালী করতে ও কৌশলগত মধ্য এশিয়া অঞ্চলে প্রভাব বাড়াতে গতকাল বুধবার কাজাখস্তানের আস্তানায় শুরু হয়েছে দুই দিনের সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশন (এসসিও) আঞ্চলিক সম্মেলন। এ সম্মেলনে যোগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

৯ সদস্যের এসসিও নামের এ সংস্থার স্থায়ী সদস্যদেশগুলো হলো এ বছরের আয়োজক কাজাখস্তান, ভারত, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান ও গত বছরে যুক্ত হওয়া ইরান। এ বছর এতে সদস্য হিসেবে যুক্ত হতে পারে বেলারুশ। ২০০১ সালে ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সংস্থা হিসেবে রাশিয়া ও চীনের উদ্যোগে এটি গঠিত হয়। এ সংস্থার অধীন যে দেশগুলো রয়েছে, সেখানে বিশ্বের অর্ধেক জনসংখ্যার বসবাস।

People are also reading