হোম পিছনে ফিরে যান

Jalpaiguri | ভারী বৃষ্টিতে শোচনীয় অবস্থায় পুর এলাকার রাস্তা, চরম দুর্ভোগে জলপাইগুড়িবাসী

uttarbangasambad.com 2024/10/6

জলপাইগুড়ি: লাগাতার বৃষ্টিতে জেরবার জলপাইগুড়ি (Jalpaiguri) পুর এলাকার বাসিন্দারা। ২৫টি ওয়ার্ডের প্রায় দুই লক্ষ বাসিন্দা চরম দুর্ভোগে পড়েছেন। ভারী বৃষ্টির জেরে রাস্তাগুলি দিয়ে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। প্রায় ২২টি ওয়ার্ডের রাস্তাই বেহাল। রাস্তাগুলির মাঝে বিশাল খানাখন্দ ছড়িয়ে রয়েছে। বৃষ্টি হলেই গর্তগুলিতে জল জমে যায়। এর ফলে রাস্তা দিয়ে যাতায়াত দিন-দিন বিপজ্জনক হয়ে উঠছে। টোটো এবং গাড়িচালকদের অনুমানের ভিত্তিতে গাড়ি চালাতে হয়। পুরসভার সামনেই ৮ নম্বর থেকে ৯ এবং ১০ নম্বর ওয়ার্ডের সংযোগকারী রাস্তাটিও খানাখন্দে ভরে গিয়েছে। বারবার আবেদন করা সত্ত্বেও পুরসভার হুঁশ ফেরেনি বলে অভিযোগ। ফলে শহরবাসীর মধ্যে। ক্ষোভ ছড়িয়েছে।

অন্যদিকে, ২৪ এবং ২৫ নম্বর ওয়ার্ডের রাস্তাগুলি শোচনীয় অবস্থায় রয়েছে। নীচু এলাকায় করলা নদীর জল ঢুকে পড়ছে। ইন্দিরা কলোনি, পরেশ মিত্র কলোনি, নীচ মাঠ সহ বিস্তীর্ণ এলাকাও সংস্কারের অভাবে ধুঁকছে। পুর কর্তৃপক্ষ আগেও বহুবার রাস্তাগুলি সংস্কারের আশ্বাস দিয়েছে। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থাভাব। রাস্তা সংস্কারের জন্য বিপুল অঙ্কের টাকার প্রয়োজন। মিউনিসিপ্যাল ডাইরেক্টরেট থেকে রাস্তা সংস্কারের জন্য পুরসভাকে আর্থিক সহায়তা না করলে ভোগান্তি আরও বাড়বে। আবার, ভারী বৃষ্টির ফলে রাস্তা সংস্কারের কাজ শুরু করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

পুরসভার গাফিলতির দিকে আঙুল তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সরব হয়েছে। সিপিএম, বিজেপি এবং কংগ্রেস নেতৃত্ব ভগ্নপ্রায় পরিকাঠামো নিয়ে পুরসভাকে প্রশ্নে বিদ্ধ করেছে। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা পুরসভার  প্রাক্তন কাউন্সিলার প্রদীপ দে জানান, পুর কর্তৃপক্ষকে তাঁরা বারবার বর্ষার আগে রাস্তা সংস্কারের কাজ শুরু করতে বলেছিলেন। কিন্তু পুর কর্তৃপক্ষ সে ব্যাপারে কর্ণপাত করেনি। জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী বলেন, ‘পুরসভার রাস্তাঘাটের তুলনায় তো এখন গ্রামের রাস্তা অনেক ভালো। বারবার বলা সত্ত্বেও পুরসভা এ ব্যাপারে উদ্যোগ নেয়নি।’ জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সহ সভাপতি বর্ষীয়ান সুভাষ বক্সীর বক্তব্য, ‘শহরবসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। কিন্তু পুরসভার কোনও হেলদোল নেই।’

পুরসভার পূর্ত বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো বললেন, ‘ভারী বৃষ্টির জেরে রাস্তা খারাপ হয়েছে। ধাপে ধাপে রাস্তা সংস্কারের কাজ চলছে। আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করছি রাস্তা সংস্কারের কাজ করতে।’ দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন শহরবাসী সহ বিরোধীরা।

People are also reading