হোম পিছনে ফিরে যান

আগামী মাসে ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শপথ

uttaranbarta.com 2024/10/6
আগামী মাসে ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শপথ

উত্তরণবার্তা ডেস্ক : ইরানের মাসুদ  পেজেশকিয়ান ইসলামিক প্রজাতন্ত্রের নবম প্রেসিডেন্ট হিসেবে আগস্টের শুরুতে পার্লামেন্টের সামনে শপথ নিবেন, রোববার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানায়। পার্লামেন্টের প্রিজাইডিং বোর্ডের সদস্য মোজতাবা ইয়োসেফির উদ্ধৃতি দিয়ে সরকারি  বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ৪ বা ৫ আগস্ট প্রেসিডেন্ট শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। খবর এএফপি’র।

প্রেসিডেন্ট তার প্রস্তাবিত মন্ত্রীদের আস্থা ভোটের জন্য সংসদে উপস্থাপন করার জন্য ১৫ দিন সময় পাবেন। ইরানের নির্বাচিত  প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব  নেওয়ার আগে সংসদে শপথ নিয়ে থাকেন। ইরানে সর্বোচ্চ নেতার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর, নির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ইরানের চূড়ান্ত কর্তৃত্ব সর্বোচ্চ নেতার ওপর নির্ভর করে। গত ৩৫ বছর ধরে আয়াতুল্লাহ আলী খামেনি কর্তৃক সর্বোচ্চ নেতার পদটি প্রতিষ্ঠিত।

পেজেশকিয়ান শুক্রবার প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির স্থলাভিষিক্ত হওয়ার জন্য কট্টর রক্ষণশীল সাঈদ জালিলির বিরুদ্ধে রানঅফ নির্বাচনে জিতেছেন । সাবেক প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন।

উত্তরণবার্তা/এসএ

People are also reading