হোম পিছনে ফিরে যান

রাশিয়ার সঙ্গে আপস করতে প্রস্তুত নয় ইউক্রেন

prothomalo.com 2 দিন আগে

রাশিয়ার সঙ্গে আপস করতে প্রস্তুত নয় ইউক্রেন। যুদ্ধ শেষে কোনো অঞ্চল ছেড়ে দিতেও চায় না দেশটি। গতকাল মঙ্গলবার ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি খুব তাড়াতাড়ি এ সংঘাতের (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) অবসান ঘটাতে পারবেন। তাঁর এ বক্তব্য নিয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা ইউক্রেনের অবস্থান স্পষ্ট করেন।

ওয়াশিংটন সফরকালে ইউক্রেনের প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ের্মাক সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধে শুধু শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে যেকোনো পরামর্শ শুনতে রাজি আছে কিয়েভ। তবে আমরা মূল্যবোধ, স্বাধীনতা, মুক্তি, গণতন্ত্র, আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্বসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আপস করতে প্রস্তুত নই।’

People are also reading