হোম পিছনে ফিরে যান

রাসেলস ভাইপার ভেবে অজগর আটক

rtvonline.com 2024/10/5

চট্টগ্রামের হাটহাজারী থেকে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপ ভেবে একটি ১০ ফুট লম্বা অজগর আটক করা হয়েছে। পরে অজগর সাপটি স্থানীয় বনে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (৫ জুলাই) সকালে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুরের ডাক্তার পাড়া থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে ডাক্তার পাড়ায় একটি সাপ দেখে সেটিকে রাসেলস ভাইপার ভেবে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশ থেকে মানুষ জড়ো হয়। কেউ কেউ লাঠি হাতে সাপটি মারার চেষ্টা চালায়। এরমধ্যে খবর চলে যায় ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিমের কাছে। পরে টিমের সদস্যরা এসে গাছের ডাল থেকে সাপটি উদ্ধার করে।

ওয়াইল্ড লাইফ হাট হাটহাজারী প্রধান রেজাউল করিম রাকিব বলেন, খবর পেয়ে আমি ও আমার টিম চারিয়া পশু ডাক্তার এলাকায় যাই। সেখানে সাপটি আশ্রয় নিয়েছিল একটি গাছের ডালে। পরে সাপটি উদ্ধার করা হয়। বিকেলে সাপটি স্থানীয় বনবিভাগের সহয়তায় বনে ছেড়ে দেওয়া হয়।

People are also reading