হোম পিছনে ফিরে যান

বৃষ্টিপাত অব্যাহত থাকার বিষয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

newspostbd.com 5 দিন আগে
বৃষ্টিপাত অব্যাহত থাকার বিষয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

নিজেস্ব প্রতিবেদন:

দেশের আট বিভাগে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, আজ সকাল থেকে উপকূলীয় অঞ্চল বিশেষ করে খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারে বৃষ্টি হচ্ছে। আর উত্তরাঞ্চলে ময়মনসিংহ ও কুড়িগ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের দিনাজপুরে ১২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানান তিনি।

এ আবহাওয়াবিদ আরও বলেন, টানা ৬-৭ দিন বৃষ্টি হওয়ার পর থেমে গিয়ে যদি আবারও টানা ৩-৪ ঘণ্টা ভারী বৃষ্টিপাত হয় তাহলে পাহাড়ধসের ঝুঁকি ব্যাপকহারে বেড়ে যায়। চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ে বালুর পরিমাণ বেশি। তাই এ এলাকায় পাহাড়ধসের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

People are also reading