হোম পিছনে ফিরে যান

বিচারকের আদেশ জালিয়াতি: সিএমএম আদালতের বেঞ্চ সহকারী কারাগারে

banglatribune.com 2024/7/19

বিচারকের আদেশ জালিয়াতির অভিযোগে করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৯ আদালতের বেঞ্চ সহকারী খন্দকার মোজাম্মেল হক জনির রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (৭ জুলাই) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদের আদালত এই আদেশ দেন।

এদিন তিন দিনের রিমান্ড শেষে মোজাম্মেল হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র সরকার। আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন পাটোয়ারী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর কারাগারে পাঠানোর আদেশ দেন।

কোতোয়ালি থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক তৌহিদুল ইসলাম এ তথ্য জানান।

গত ৪ জুলাই তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৩ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত স্বপ্রণোদিত হয়ে খন্দকার মোজাম্মেল হক জনিকে আটকের নির্দেশ দেন। পরে একই আদালতের স্টেনোগ্রাফার মো. নূরে আলম বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় জালিয়াতি ও প্রতারণা অভিযোগে মামলাটি করেন।

People are also reading