হোম পিছনে ফিরে যান

রাতে ৮ জেলায় আঘাত হানতে পারে ঝড়

news24bd.tv 2024/5/20
রাতে ৮ জেলায় আঘাত হানতে পারে ঝড়

রাতে দেশের আট জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার এবং তিন জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) বিকেল সাড়ে ৫টা থেকে দিনগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে- যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।

একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এসব এলাকার নদীবন্দরগুলোক দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে রংপুর, দিনাজপুর এবং ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

news24bd.tv/তৌহিদ

People are also reading