হোম পিছনে ফিরে যান

Kalighater Kaku | ফের জেরার মুখে কালীঘাটের কাকু, সিবিআই-এর হাতে নতুন তথ্য?

uttarbangasambad.com 2024/5/19

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের জেরার কবলে কালীঘাটের কাকু (Kalighater Kaku)। সোমবার সকালে প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) ‘বন্দি’ সুজয় কৃষ্ণকে জেরা করতে পৌঁছন সিবিআই (CBI) আধিকারিকেরা। নিয়োগ দুর্নীতির তদন্তের শিকড় খুঁজতে এদিন আরও একবার জিজ্ঞাসাবাদ করা হল তাঁকে।

শনিবার কালীঘাটের কাকু, অয়ন শীল এবং তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।সিবিআই আলিপুর আদালতে আবেদন করেছিল এই তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য। আবেদন মঞ্জুর হতেই শনিবার দুপুর পৌনে ১২টা নাগাদ প্রেসিডেন্সি জেলে পৌঁছয় সিবিআই। আজ আরও একবার জেরার মুখে পড়তে হল সুজয় কৃষ্ণকে।

উল্লেখ্য, দীর্ঘ টালবাহানার পর অবশেষে কন্ঠস্বর মিলেছে কালীঘাটের কাকুর। সেই কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত রিপোর্ট জমা পড়ে হাইকোর্টে। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত সন্তু গঙ্গোপাধ্যায়কে সিবিআই নিজাম প্যালেসে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিল। সিবিআই সূত্রে খবর, সন্তুকে জেরা করার পর তাঁদের হাতে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে। সেই সমস্ত তথ্য সম্পর্কে আরও বিশদ জানতে সোমবার ফের ‘কাকু’কে জেরা করতে গেলেন তাঁরা।

People are also reading