হোম পিছনে ফিরে যান

মাদারীপুরে লোডশেডিংয়ে বেড়েছে জনদুর্ভোগ

gramerkagoj.com 4 দিন আগে

প্রকাশ : শুক্রবার, ২৮ জুন , ২০২৪, ০৪:০৯:০০ পিএম

মাদারীপুরে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। গরমে জনজীবন অস্থির হয়ে উঠেছে। দিনরাত মিলিয়ে ৮ থেকে ১০ ঘণ্টাও বিদুৎ থাকে না। এতে জনদুর্ভোগ বেড়ে গেছে। এ ছাড়া বিদ্যুৎ-সংকটে বিভিন্ন কলকারখানায় উৎপাদনও ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ বিভাগ বলছে, একদিকে উৎপাদন কম, অন্যদিকে চাহিদা বাড়ায় লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরও এক সপ্তাহ।
জানা গেছে, মাদারীপুর জেলায় প্রায় ৪ লাখ পল্লী বিদ্যুতের গ্রাহকের ১০৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে ৭০-৭৫ মেগাওয়াট। ৮০টি সাবস্টেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ এলাকা বিবেচনা করে লোডশেডিং ভাগ করা হয়।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে তেল, গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ কম থাকায় উৎপাদন কমে গেছে, এতে বেড়েছে লোডশেডিংয়ের মাত্রা। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সাতদিন সময় লাগবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
মাদারীপুর সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগী শফিকুল ইসলাম বলেন, প্রচণ্ড গরমে হাসপাতালে থাকার কোনো উপায় নেই। বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি হচ্ছে। কর্তৃপক্ষও কোনো ব্যবস্থা নিচ্ছে না। রোগীদের অবস্থা করুণ।
মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক (জিএম) মো. জোনাব আলী জানান, একদিকে প্রচণ্ড গরমে বেড়েছে চাহিদা, অন্যদিকে উৎপাদন কম হওয়ায় দেখা দিয়েছে লোডশেডিং। এলাকা অনুযায়ী লোডশেডিং বাড়ে ও কমে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সাতদিন সময় লাগবে।

People are also reading