হোম পিছনে ফিরে যান

চীন নিবিড় কৌশলগত অংশীদার হতে চায়

prothomalo.com 2 দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: রেল ও সড়কের ৯ প্রকল্পে চীনা ঋণ পেতে আগ্রহ

পায়রাকে ঘিরে সিডিতে চীনকে যুক্ততায় জোর

সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে এবার ক্ষমতায় আসার পর থেকে পায়রা সমুদ্রবন্দর ঘিরে দক্ষিণাঞ্চলের সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগে (সিডি) চীনের অংশীদারত্ব কিংবা সহযোগিতার বিষয়টি সরকার সামনে এনেছে।

গত ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এরপর ৩ জুন বেইজিংয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী (সচিব) সুন ওয়েডং। সর্বশেষ ২৪ জুন ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানছাও দেখা করেন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ওই তিন আলোচনায় সিডিতে চীনের সহযোগিতা নিয়ে আগ্রহের কথা সুস্পষ্টভাবে তুলে ধরেছে বাংলাদেশ।

একটি কূটনৈতিক সূত্র জানায়, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহযোগিতার ভবিষ্যৎ অগ্রাধিকারের বিষয়ে পরামর্শ চান। তখন শেখ হাসিনা তাঁকে পায়রা সমুদ্রবন্দর ঘিরে উন্নয়নপ্রক্রিয়ায় চীনের বিনিয়োগের কথা জানান। ওই বৈঠকের এক সপ্তাহে পর সরেজমিনে পরিস্থিতি সম্পর্কে জানতে ও বুঝতে চীনা রাষ্ট্রদূত পায়রা সমুদ্রবন্দর ও এর আশপাশের এলাকা পরিদর্শন করেন। তিনি সেখানে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

People are also reading