হোম পিছনে ফিরে যান

থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত

banglatribune.com 2024/10/6

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার জানালার গ্রিল ভেঙে মাদকসহ আটক এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃতরা হলেন ওই থানার এসআই নিজাম উদ্দিন ও কনস্টেবল জোৎস্না বেগম। মঙ্গলবার (২ জুলাই) বিকালে বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

এর আগে সোমবার দুপুরে আখাউড়া থানার জানালার গ্রিল ভেঙে আরজু মিয়া (২৪) নামে এক মাদক মামলার আসামি পালিয়ে যায়। পলাতক আরজু মিয়া কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নুরুল হকের ছেলে। ওই দিন সকালে উপজেলার ধরখার ফাঁড়ি পুলিশ চার কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেছিল।

থানা সূত্রে জানা যায়, সোমবার সকালে মাদক উদ্ধারের জন্য অভিযান চালায় ধরখার ফাঁড়ি থানা পুলিশ। অভিযানে স্থানীয় ওসমান মিয়ার বাড়ির সামনে থেকে আরজু মিয়াকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে মামলা দিয়ে তাকে পুলিশ ফাঁড়ি থেকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়। থানায় আরজু মিয়াকে একটি কক্ষে দরজা বন্ধ করে রাখা হয়। এ অবস্থায় কক্ষের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়। তাকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। তবে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ‌‘আরজু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য একটি কক্ষে রাখা হয়েছিল। ওই কক্ষের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান চলছে।’

পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ‘আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে দায়িত্বপ্রাপ্ত থানার ডিউটি অফিসার ও কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের পুলিশ লাইনসে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।’

People are also reading