হোম পিছনে ফিরে যান

হত্যা মামলায় উপজেলা চেয়ারম্যান কারাগারে

news24bd.tv 4 দিন আগে
হত্যা মামলায় উপজেলা চেয়ারম্যান কারাগারে

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহতের ঘটনায় সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (৩০ জুন) গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. কামরুল হাসানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা চেয়ারম্যান লুটুল ভূঁইয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে, তিনি মাননীয় হাইকোর্টের আদেশে জামিনে ছিলেন।

আদালত তাকে নিম্ন আদালত থেকে স্থায়ী জামিনের নির্দেশ দেয়ায় তিনি আজ রোববার আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন।

এর আগে, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় ১৩ মে রাত সাড়ে ৮টার দিকে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ওসিকুর ভূঁইয়া নামে এক যুবক বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থকদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এ ঘটনায় ১৬ মে রাতে নবনির্বাচিত চেয়ারম্যান লুটুল ভূঁইয়াকে প্রধান আসামি করে ২৩ জনের নাম উল্লেখ করে এবং ৪০ থেকে ৫০ অজ্ঞাত আসামির নামে থানায় মামলা দায়ের করা হয়।

People are also reading