হোম পিছনে ফিরে যান

বিএনপি আবারও আন্দোলনের নামে সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে: ওবায়দুল কাদের

prothomalo.com 2024/5/21

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভোটারদের ভয় পায় বলেই বিএনপি নির্বাচনে আসে না। নির্বাচন নিয়ে তাদের দাবির কোনো যৌক্তিকতা নেই।
উপজেলা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা কোনো সংঘাতে জড়াব না।’

বিএনপির আমলে কোনো স্থানীয় সরকার নির্বাচন কোনো ধরনের প্রাণহানি ছাড়া শান্তিপূর্ণ হয়েছে কি না, এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এবারের উপজেলা নির্বাচনের প্রথম ধাপ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের সংঘাত হয়নি। এর কৃতিত্ব সরকার ও নির্বাচন কমিশনকে দিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, ‘এবারে যে ভোট পড়েছে, খুব ভালো ভোট পড়েছে বলব না, মোটামুটি পড়েছে। এই নির্বাচনে বিএনপির ভোট বর্জনকে প্রত্যাখ্যান করে দলটির অনেকে নির্বাচনে অংশ নিয়েছেন। দলটির কারও কথা কেউ শোনেন না।’

ভুল আর ব্যর্থতার চোরাবালিতে আটকে থাকা বিএনপি কোনো কিছু আদায় করতে পারবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, মুখে ফুলঝুরি ছড়ালেও ভেতরে তারা হতাশ। যত দিন তারা ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে না আসবে, তত দিন তারা জনবিচ্ছিন্ন থাকবে।

People are also reading