হোম পিছনে ফিরে যান

হুমকি দাতাকে গ্রেপ্তার না করলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের হুশিয়ারি

dainiksylhet.com 2 দিন আগে

দেশের জনপ্রিয় সংসদ সদস্য ইউটিউবার ও ফেসবুক আইডল ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপিকে প্রাণনাশের হুমকির ঘটনায় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। তৃণমূল গ্রাম থেকে শুরু করে সংসদ, এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত বিষয়টি গড়িয়েছে। ঢাকা সহ হবিগঞ্জ ৪ আসনের চুনারঘাট মাধবপুর একাধিক স্থানে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ও মানববন্ধন অব্যাহতভাবেই চলছে।

সাধারণ গণমানুষের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণনাশের হুমকি নিয়ে সোচ্চার ভূমিকা পালন করবেন বলে সংসদে সৈয়দ সায়েদুল হক সুমনকে আশ্বস্ত করেছেন। স্থানীয় পুলিশ প্রশাসন এমপি কে হুমকির ঘটনার নেপথ্যে কারা জড়িত ও কারা কাজ করছে তা তদন্তে একাধিক টিম মাঠে রয়েছে। এদিকে সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার পরিকল্পনা ও হুমকির প্রতিবাদে নিজ এলাকা চুনারুঘাটে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় চুনারুঘাট পৌরসভার গোল চত্বর মধ্য বাজারে বিভিন্ন ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দুই ঘন্টাব্যাপী মানববন্ধনে হাজার হাজার মানুষের ঢল নামে। এত উভয় পাশের যানবাহন বন্ধ হয়ে যায়। পরে এক পতসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম তরফদার, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির চেয়ারম্যান সোহাগ রহমান ও জুনাইদ আহমেদ এর যৌত পরিচালনায় বক্তব্য রাখেন এমপি সুমনের দুলাভাই ইকবাল সৈয়দ, এমপির বোন সৈয়দা তাহমুদা বেগম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমপির শ্যালক ফয়জুর রহমান রবিন, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, ব্যবসায়ী কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক এডভোকেট নাজমুল হোসেন বকুল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মাজেদুল হোসেন লুবন, ইউনিয়ন চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজি, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাউছার বাহার, উবাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: রজব আলী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সুহেল আরমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, যুবলীগ নেতা শেখ সুমন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল, মিরাশী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুহাগ, উপজেলা ছাত্র লীগের সভাপতি মো: রাশেদুল আলম রাসেল, সাধারণ সম্পাদক রায়হান রেজা মাসুম, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সম্রাট আহমেদ, কলেজ ছাত্র লীগের সভাপতি আশিকুর রহমান সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি নেতাকর্মী সহ অনেকেই।

মানববন্ধন বক্তারা বলেন, এমপি ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতাকে দ্রুত খোঁজে বের করে আইনে আওতায় আনতে হবে এবং যদি হুমকিদাতাকে খোঁজে বের করতে বিলম্ব করা হয় তাহলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সহ আন্দোলন আরও বৃহত্তর আন্দোলনে যাবে। পরে হত্যার হুমকি দাতা ও তাদের নির্দেশ দাতাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা ও তার নিরাপত্তা জোরদার করার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মাহবুব আলম মাহবুব এর নিকট স্বারক লিপি প্রদান করেন ব্যারিস্টার ফুটবল একাডেমির৮ চেয়ারম্যান ও পৌর আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রহমান ও পৌর ছাত্র লীগের সভাপতি সম্রাট সহ অন্যান্যরা।

এমপির বড় বোন তাহমুদা বেগম বলেন, আমার ভাই অনিয়ম-দুর নীতির বিরুদ্ধে কথা বলে এবং জনগণের ভালবাসায় আমার ভাই এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি চক্র তাহা দেখে সহ্য করছে না তাই আমার ভাইকে তারা হত্যার ষড়যন্ত্র করছে। এবিষয়ে আমাদের পরিবার খুবই দুশ্চিন্তায় রয়েছেন। আশা করি বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সহযোগিতা করবেন।

ভগ্নিপতি ইকবাল সৈয়দ বলেন, ছোটবেলা থেকেই আমি সুমনের আদর্শ দেখেছি সে অন্যায়ের কাছে মাথা নত করে না। আশা করি তার নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিবেন। এবিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, ঘটনার পর থেকেই আমি ও আমার সিনিয়র অফিসার সহ একাধিক গোয়েন্দা টিম মাঠে কাজ করছেন। আশা করি দ্রুত সময়ের মধ্যে ভাল রেজাল্ট পাবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

People are also reading