হোম পিছনে ফিরে যান

চিত্রনায়িকা ববির বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চুরির মামলা

desh.tv 4 দিন আগে

খাদের কিনারায় পা দোলাচ্ছে চিত্রনায়িকা ববির ক্যারিয়ার। হাতে সিনেমা নেই। দীর্ঘদিন পর গেল কোরবানির ঈদে ‘ময়ূরাক্ষী’ নামের একটি সিনেমা মুক্তি পায়। যদিও সেটি মুখ থুবড়ে পড়ে। খানিকটা খোলামেলাভাবে হাজির হলেও তাতে কাজ হয়নি।

এদিকে এই ক্যারিয়ার-খরার মধ্যে তার নামে চুরি ও হত্যার উদ্দেশ্যে মারপিট করার অভিযোগ এনে মামলা করেছেন মুহাম্মাদ সাকিব উদ্দোজা নামে এক ব্যবসায়ী। গত ২৩ জুন গুলশান থানায় মামলাটি করেন তিনি। মামলা নম্বর— ১৩/১৬৪।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম গণমাধ্যমের কাছে তথ্যটির সত্যতা স্বীকার করেছেন। জানিয়েছেন, মামলার দ্বিতীয় আসামি ববি। প্রথম আসামি মির্জা আবুল বাশার। পরে দুজনেই পাল্টা মামলা করেন।

মামলা বিবরণীতে বলা হয়, হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারণ জখম, চুরি, ক্ষতিসাধন ও ভয় ভীতি প্রদর্শনের অপরাধ ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৫০৬ ধারায় করা মামলাটির তদন্ত করছেন গুলশান থানার সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন।

ঘটনার বিবরণীতে জানা যায়, ববি ও মির্জা আবুল বাশার যৌথভাবে গুলশানের ওয়াই এন সেন্টারে একটি রেস্তারাঁ ক্রয় করেন। নায়িকা তার নামে সেটির নামকরণ করেন—ববস্টার। রেস্তারাঁটির আগের মালিককে ৫৫ লাখ টাকা দেয়ার কথা ছিল তাদের। প্রথমে ১৫ লাখ, পরে ১০ লাখ টাকার চেক দিলেও দুটি চেকই বাউন্স করে। বারবার প্রথম পক্ষের মালিক টাকার জন্য তাগাদা দিলে দ্বন্দ্ব বাঁধে। প্রথম পক্ষ টাকা চাইলে ববি ও তার পার্টনার আবুল বাসার তাদেরকে হুমকি-ধামকি দেন।

জানা যায়, ববির বন্ধু আবুল বাসারের নামে এর আগেও একাধিক মামলা হয়েছে। আবুল বাশার বিটিএল গ্রুপ নামে একটি কোম্পানির মালিক। এই প্রতিষ্ঠান থেকে ববিকে নায়িকা করে ‘মাস্টার মাইন্ড’ নামে একটি সিনেমাও করার কথা ছিল তার। সেই সূত্রে তাদের ঘনিষ্ঠতা বাড়ে।

আরএস/কে

People are also reading