হোম পিছনে ফিরে যান

কারাগার থেকে উপজেলা চেয়ারম্যান হলেন শামসুল আলম

rtvonline.com 2024/5/21

আড়াই হাজার কোটি টাকা পাচার মামলার আসামি হিসেবে মঙ্গলবার (৭ মে) কারাগারে গেছেন ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচনের প্রার্থী শামসুল আলম চৌধুরী। কারাগারে থেকেই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন তিনি।

বুধবার (৮ মে) রাতে ফরিদপুরের জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শামচুল আলম (আনারস) ৩২ হাজার ৩১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল হাসান (টেলিফোন) পেয়েছেন ২৯ হাজার ৩৩ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ বলেন, জেলার তিনটি উপজেলায় অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটার উপস্থিতি কম থাকলেও এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনও প্রার্থীর অভিযোগ নেই। প্রতি কেন্দ্র থেকে প্রাপ্ত ফল কেন্দ্রীয়ভাবে মিলিয়ে এরপর আবার ফল ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাসির ও ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত অমিতাভ ও গোলাম মোহাম্মদ নাসিরের জামিন আবেদন মঞ্জুর করেন। আর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল আলমের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে, গত ২২ এপ্রিল ফরিদপুরের আলোচিত দুই ভাই বরকত-রুবেলসহ ৪৭ জনের বিরুদ্ধে দেওয়া সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

People are also reading