হোম পিছনে ফিরে যান

Hathras Stampede | হাথরসের ঘটনার পর প্রমাণ লোপাটের চেষ্টা হয়, বিস্ফোরক অভিযোগ খোদ যোগীর

uttarbangasambad.com 2024/7/22

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ হাথরস কাণ্ডে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হাথরসে সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২১ জনের। এই ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে যোগী বার্তা দিলেন, গোটা ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করছে রাজ্য সরকার। যার নেতৃত্বে থাকবেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি।

বুধবার সকালে হাথরাসের দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘গতকালের দুর্ঘটনায় ১২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১২৫ জন। হতাহতদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের হাথরস, বদায়ু, ইটা, ললিতপুর, মথুরা, পিলিভিট, লখিমপুর খেড়ি-সহ ১৬ টি এলাকার মানুষ। এছাড়া মধ্যপ্রদেশ, হরিয়ানা ও রাজস্থানের একাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এই ঘটনায়।’

কড়া পদক্ষেপের বার্তা দিয়ে যোগী আদিত্যনাথ বলেন, “এই ধরনের ঘটনাকে নিছক দুর্ঘটনা বলা যায় না। যদি নিছক দুর্ঘটনা হয়, তবে তার জন্য দায়ী কে? যদি পরিকল্পিতভাবে ঘটানো হয়ে থাকে তবে কে এই ষড়যন্ত্র রচনা করেছে? সব তদন্ত হবে। প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজই এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”

যোগী আরও বলেন, “যে বা যারা এই ঘটনায় দোষী তাদের কেউ ছাড় পাবে না। এই ধরনের ঘটনা যাতে দ্বিতীয়বার ঘটানোর সাহস কেউ না পায় তা নিশ্চিত করবে সরকার। ইতিমধ্যেই তদন্তের প্রাথমিক রিপোর্ট আমি পেয়েছি। তবে প্রতিটি দিক খতিয়ে দেখে গভীর তদন্ত হবে গোটা ঘটনার।”

এদিন ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ আধিকারিকদের নির্দেশ দেন, ‘এই অনুষ্ঠানের আয়োজককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন।’ দুর্ঘটনার পর যে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে সে কথাও স্বীকার করে নেন যোগী। বলেন, ‘অত্যন্ত দুঃখজনক বিষয় হল দুর্ঘটনার পর প্রমাণ লোপাটের চেষ্টা করেছে সেবাদাররা। এমনকি পুলিশকেও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে প্রশাসন সেখানে ঢুকে আহতদের হাসপাতালে নিয়ে যায়।’

People are also reading