হোম পিছনে ফিরে যান

ভৈরবে ট্রেনের বগি ভাংচুর পৃথক ৪ টি মামলায় গ্রেফতার ৯

bhorer-dak.com 2024/10/6
ভৈরবে  ও নরসিংদীতে ট্রেনে অগ্নি সংযোগ ও ভাংচুরের ঘটনায় ভৈরব রেলওয়ে থানায়  ৪ টি পৃথক মামলা দায়ের করা হয়েছে । মামলায় অন্তত ২/৩শ লোককে অভিযুক্ত  করা হয়েছে।

জানাযায়, কোটা আন্দোলন কে কেন্দ্র করে গত ১৯ জুলাই শুক্রবার দুপুরে একদল দূবৃর্ত্ত ভৈরব রেলওয়ে  জংশন ষ্টেশনে দাড়াঁনো সোনার বাংলা  ট্রেনের ২ টি বগি  ভাংচুর করে এবং একই দিনে রেলওয়ে থানার আওতায় দৌলতকান্দি, খানাবাড়ি ও বাসাইলে পারাবত এক্সপ্রেস, চট্রলা ও কিশোরগঞ্জ এক্সপ্রেস  ট্রেনে হামলা চালিয়ে ভাংচুর ও  অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতি  সাধন করে। 

সরকারি সম্পত্তি ক্ষতি সাধন করায়  ভৈরব  রেলওয়ে থানায় পৃথক ৪ টি মামলা দায়ের করা হয়েছে। 

এ ঘটনায় ভৈরব ও নরসিংদীতে পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত অন্তত ৩৩ জনকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।

 এ বিষয়ে  ভৈরব  রেলওয়ে  থানার অফিসার ইনচার্জ মোঃ আলীম হোসেন সিকদার জানান, এ ঘটনায়  ভৈরব রেলওয়ে ষ্টেশন  মাষ্টার ইউসুফ, নরসিংদি রেলওয়ে ফাঁড়ির এটিএসআই হালিমসহ ৪ জন বাদী হয়ে পৃথক ৪ টি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত মামলার ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৪ জনের ৭ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে । 

এ ঘটনায় রেলওয়ে ঢাকা জেলার পুলিশ সুপার  আনোয়ার হোসেন রোববার  ঘটনাস্থল  পরিদর্শন করেছেন। 

এ সময় তিনি বলেন, আমরা ঘটনাস্থল  পরিদর্শন করেছি। ট্রেনে হামলা, ভাংচুর  ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক ৪ টি মামলা দায়ের করা হয়েছে। হামলায় জড়িতদের  বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে ।

People are also reading