হোম পিছনে ফিরে যান

পাঁচ বছরের সাজার অভিযোগে চেয়ারম্যানের প্রার্থিতা বাতিল

dailyvorerpata.com 2024/5/16

প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১০:০৬ পিএম | অনলাইন সংস্করণ

মৌলভীবাজার জেলার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজ এর প্রার্থিতা বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এর আগে দিনব্যাপী জেলা নির্বাচন কার্যালয়ে তার প্রার্থিতা বাতিলের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। 

সোমবার (২৯ এপ্রিল) আপিল শুনানি শেষে তাঁর উপর আদালতের পাঁচ বছরের সাজা থাকার অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়। 

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তা মো: আব্দুস সালাম চৌধূরী এ তথ্য নিশ্চিত করেন। 

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ২য় ধাপে আগামী ২১মে অনুষ্ঠিত হবে মৌলভীবাজার জেলার সদর উপজেলা পরিষদ নির্বাচন। এতে মনোনয়ন দাখিলের শেষ দিনে গত ২১ এপ্রিল সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়নপত্র জমা দেন। পরে ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপি দায়ে ভাইস চেয়ারম্যান পদে এক জনের প্রার্থিতা বাতিল হয়।

প্রসঙ্গত, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের জন্য গত ১৬ এপ্রিল মৌলভীবাজারের ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মো: তাজুল ইসলাম তাজ। এ বিষয়ে তিনি জানান এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

People are also reading