হোম পিছনে ফিরে যান

Phone charging mistakes: ০%, ২০%, ৩০%? ঠিক কখন চার্জে বসাবেন আপনার ফোন? জানুন সঠিক সময়...! বেশিরভাগই ভুল করেন

news18.com 2024/10/6

Phone charging mistakes: আসলে ফোনের ব্যাটারি হেলথ বজায় রাখার সবথেকে ভাল উপায় হল, ফোনের চার্জ ২০ শতাংশ থাকাকালীন তা চার্জে বসানো উচিত। এরপর সেটা ৮০-৯০ শতাংশ পর্যন্ত চার্জ দিয়ে নিতে হবে।

News18 Bengali

01 06

বর্তমান যুগে স্মার্ট ফোন ছাড়া এক পা চলার কথা ভাবা যায় না। জীবন যেন পুরোটাই আজ ফোন নির্ভর। তবে সঠিকভাবে ফোন চার্জ না দিলে কিন্তু ফোনের আয়ু কমবে।

News18 Bengali

02 06

অনেক সময় আমরা স্মার্টফোন চার্জ করার পর বৈদ্যুতিক বোর্ডের সঙ্গে সংযুক্ত চার্জারটি ছেড়ে দিই, তবে এটি বেশ ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। এজন্য আপনাকে খুব সতর্ক থাকতে হবে।

News18 Bengali

03 06

আসলে ফোনের ব্যাটারি হেলথ বজায় রাখার সবথেকে ভাল উপায় হল, ফোনের চার্জ ২০ শতাংশ থাকাকালীন তা চার্জে বসানো উচিত। এরপর সেটা ৮০-৯০ শতাংশ পর্যন্ত চার্জ দিয়ে নিতে হবে।

News18 Bengali

04 06

কারণ ০ শতাংশ থেকে চার্জ করলে ব্যাটারি খুবই গরম হয়ে যায়। আবার ৮০ শতাংশের উপরে থাকাকালীন চার্জে বসালে ফোনের ফাস্ট চার্জিং কম কার্যকর হয়ে যায়।

News18 Bengali

05 06

ক্ষতি এড়ানোর জন্য মোবাইল ফোনের ব্যাটারি ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রাখতে হবে।

News18 Bengali

06 06

ব্যাটারি অতিরিক্ত চার্জ হওয়ার কোনও বড় ঝুঁকি নেই। এটি বিশ্বাস করা হয় যে আজকাল ব্যাটারির স্বাস্থ্য বজায় রাখার জন্য ফোনগুলিতে অনেক ‘ইনবিল্ট’ বৈশিষ্ট্য রাখা হয়েছে।

  • First Published : July 8, 2024, 4:29 pm IST
  • 01 06

    বর্তমান যুগে স্মার্ট ফোন ছাড়া এক পা চলার কথা ভাবা যায় না। জীবন যেন পুরোটাই আজ ফোন নির্ভর। তবে সঠিকভাবে ফোন চার্জ না দিলে কিন্তু ফোনের আয়ু কমবে।

  • 02 06

    অনেক সময় আমরা স্মার্টফোন চার্জ করার পর বৈদ্যুতিক বোর্ডের সঙ্গে সংযুক্ত চার্জারটি ছেড়ে দিই, তবে এটি বেশ ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। এজন্য আপনাকে খুব সতর্ক থাকতে হবে।

  • 03 06

    আসলে ফোনের ব্যাটারি হেলথ বজায় রাখার সবথেকে ভাল উপায় হল, ফোনের চার্জ ২০ শতাংশ থাকাকালীন তা চার্জে বসানো উচিত। এরপর সেটা ৮০-৯০ শতাংশ পর্যন্ত চার্জ দিয়ে নিতে হবে।

  • 04 06

    কারণ ০ শতাংশ থেকে চার্জ করলে ব্যাটারি খুবই গরম হয়ে যায়। আবার ৮০ শতাংশের উপরে থাকাকালীন চার্জে বসালে ফোনের ফাস্ট চার্জিং কম কার্যকর হয়ে যায়।

  • 05 06

    ক্ষতি এড়ানোর জন্য মোবাইল ফোনের ব্যাটারি ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রাখতে হবে।

  • 06 06

    ব্যাটারি অতিরিক্ত চার্জ হওয়ার কোনও বড় ঝুঁকি নেই। এটি বিশ্বাস করা হয় যে আজকাল ব্যাটারির স্বাস্থ্য বজায় রাখার জন্য ফোনগুলিতে অনেক ‘ইনবিল্ট’ বৈশিষ্ট্য রাখা হয়েছে।

People are also reading