হোম পিছনে ফিরে যান

প্রতিপক্ষের জালে ১৯ গোল, তিনজনের হ্যাটট্রিকসহ ৪ গোল

channelionline.com 2024/5/18

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

‘মেয়েদের ফুটবল লিগ ২০২৩-২৪’তে গোলবন্যা হয়েছে। নাসরিন স্পোর্টস একাডেমি গোলবন্যায় ভাসিয়েছে জামালপুর কাচারিপাড়া একাদশকে। দলটি গুণে গুণে প্রতিপক্ষের জালে দিয়েছে ১৯ গোল। জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ আরও দুইজন হ্যাটট্রিকের পাশাপাশি ৪টি করে গোল এনেছেন।

বিকেলের খেলায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের তিন মিনিটের মাথায় গোলবন্যার শুরুটা করেন নাসরিন স্পোর্টস একাডেমির ডিফেন্ডার মাসুরা পারভীন। ছয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাতীয় দলের অধিনায়ক ও ফরোয়ার্ড সাবিনা। দুই মিনিট পর আরেকটি গোল করেন আরেক ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র। ১০ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করেন মাসুরা। ১০ মিনিটের মধ্যেই চার গোলে এগিয়ে যায় নাসরিন একাডেমি।

হ্যাটট্রিক পাওয়া দুই ফরোয়ার্ড (বাঁ থেকে) শামসুন্নাহার জুনিয়র এবং সাবিনা খাতুন ও মিডফিল্ডার মারিয়া মান্দা।

১৭ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল আদায় করেন সাবিনা। খেলার ৩০ মিনিটে প্রেক্ষাপটে হাজির হন ভারত মাতিয়ে আসা ফরোয়ার্ড সানজিদা আক্তার, করেন নিজের প্রথম গোল। এরপর ৪০তম মিনিটে গোল করে হ্যাটট্রিক তুলে নেন সাবিনা। ৭৩ মিনিটে আরও একটি গোল করে হ্যাটট্রিকসহ চার গোল পান দেশসেরা ফরোয়ার্ড।

খেলার ৪২ মিনিঠে সানজিদা নিজের দ্বিতীয় গোলের দেখা পান। ৪৯ মিনিটে শামসুন্নাহার নিজের দ্বিতীয় এবং ৫২ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। এরপর নির্ধারিত সময়ের দুই মিনিটের মাথায় আরও একটি গোল করেন শামসুন্নাহার। ৬৫ মিনিটে নিজের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার মারজিয়া।

ঘণ্টার মাথায় প্রেক্ষাপটে হাজির হন আরেক মিডফিল্ডার মারিয়া মান্দা। জাতীয় দলের তারকা ৫৯ ও ৬০ মিনিটে দুই গোল করার পর ৭৬ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন। দুই মিনিট পর নিজের চতুর্থ গোলের দেখা পান তিনি। মাঝে জাপানি কন্যা সুমাইয়া মাতসুশিমা ৬৩ ও ৮৬ মিনিটে আরও দুই গোল করেন। বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নাসরিন একাডেমি।

People are also reading