হোম পিছনে ফিরে যান

বাংলাদেশে আজকের সোনার দাম

dailyjanakantha.com 2024/5/19
বাংলাদেশে আজকের সোনার দাম
দাম কমায় কিছুটা স্বস্তি ফিরছে সাধারণ ক্রেতাদের মাঝে। 

বাংলাদেশের বাজারে প্রতিনিয়ত বাড়ছে সোনার দাম। আর এই দাম প্রায় সোয়া এক লাখ টাকা ছাড়িয়েছিল। তবে আশার কথা হলো বাংলাদেশে সাতবার একটানা কমানো হচ্ছে সোনার দাম। ফলে কিছুটা স্বস্তি ফিরছে সাধারণ ক্রেতাদের মাঝে। 

চলুন জেনে নেওয়া যাক শনিবার (৪ মে) বাংলাদেশে বাজারে আজকের সোনার দাম। 

দেশের বাজারে এপ্রিল এর প্রথম দিকে কয়েকবার সোনার দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমেও যেন প্রতিক্রিয়া আসতে থাকে। এরপর থেকেই দেশের বাজরে একটানা কমতে থাকে সোনার দাম। 

সর্বশেষ গত ২ মে দেশের বাজারে কমানো হয় সোনার দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের একভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা দাম ১ হাজার ৮৭৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালোমানের একভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯ হাজার ১৬৩ টাকা।

এর আগে গত ৩০ এপ্রিল এবং তার আগে ২৯ এপ্রিল ২৮ এপ্রিল, ২৭ এপ্রিল, ২৫ এপ্রিল, ২৪ এপ্রিল ও ২৩ এপ্রিল সাত দফা সোনার দাম কমানো হয়। 

একনজরে আজকের সোনার দাম-

১. ১৮ ক্যারেট এক ভরি সোনার দাম ৮৯ হাজার ৩১১ টাকা।

২. ২১ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লাখ ৪ হাজার ১৯৪ টাকা। 

৩. ২২ ক্যারেট এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ লাখ ৯ হাজার ১৬৩ টাকা। 

৪. ২৪ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লাখ ১৩ হাজার ৮৮২ টাকা। 

৫. সনাতন পদ্ধতিতে ১ ভরি সোনার দাম ৭৪ হাজার ২৭৬ টাকা। 

People are also reading