হোম পিছনে ফিরে যান

বেল পাড়া নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

banglatribune.com 2024/5/18

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিরোধপূর্ণ জমির গাছ থেকে বেল পাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রাজিব হোসেন (৩০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও সাত জন আহত হন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ভাদ্রা ইউনিয়নের পংভাদ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজিব হোসেন পংভাদ্রা গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি ভাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, ‘পংভাদ্রা গ্রামের আজাহার মিয়ার সঙ্গে রাজিব হোসেনদের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুপুর ১২টার দিকে বিরোধপূর্ণ জমির গাছ থেকে বেল পাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে আজাহার ও তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে রাজিবের ওপর হামলা করেন। এ সময় পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা করা হয়। সেইসঙ্গে আজাহার ও তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে রাজিবকে কোপাতে থাকেন। এতে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’

/এএম/

People are also reading