হোম পিছনে ফিরে যান

ঘরের আড়ায় ঝুলন্ত লাশের গন্ধেই মিলল নারীর মৃত্যুর খবর

jaijaidinbd.com 2024/5/19
প্রতিকী ছবি

গাজীপুরের শ্রীপুরে থাকার ঘর থেকে আসমা আক্তার নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘরের ধর্ণায় ওড়নায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পারিবারিক কলহের জেরে আসমা আক্তার আত্মহত্যা করেছেন বলে স্বজনদের ধারণা।

রোববার (৫ মে) দুপুরের দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের শামসুদ্দিন খানের বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

আসমা আক্তার (২৭) ওই গ্রামের মো. শামসুদ্দিনের মেয়ে এবং মনির হোসেনের স্ত্রী।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই মানসিক চাপে বেশ কিছুদিন ধরেই ভারসাম্যহীন আচরণ করতো আসমা। পারিবারিক কারণে গত তিন-চার দিন আগে নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়েছিল। সে একটি ঘরে একাই থাকতেন। সেখানে তেমন কেউ যেতো না। আজ সকালে ঘর থেকে দুর্গন্ধ এলে দরজা খুলতে গিয়ে বন্ধ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে দরজা ভেঙে আড়ার সঙ্গে ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় আসমার লাশ উদ্ধার করা হয়।

নিহতের ভাই নেয়ামত আলী বলেন, "বাড়ির পাশেই চাচাতো ভাই মনির হোসেনের সাথে বিয়ে হয়েছিল আসমার। তাঁর ২জন সন্তান রয়েছে। পারিবারিক কলহের কারনে এক বছর আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়ে। এ কারণে বেশির ভাগ সময় পরিবারের সদস্যদের সঙ্গে নানা বিষয় নিয়ে তার ঝগড়া হতো। এ জন্য মাঝেমধ্যে মা তাকে বকাঝকাও করতেন। ধারণা করা হচ্ছে, এসব কারণে সে আত্মহত্যা করেছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান যায়যায়দিনকে বলেন,"খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে"।

যাযাদি/ এম

People are also reading