হোম পিছনে ফিরে যান

যুদ্ধ হলে লেবানন ইসরাইলের জন্য জাহান্নামে পরিণত হবে: ইরান

arthosuchak.com 3 দিন আগে

ইসরাইল যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে যুদ্ধক্ষেত্র দখলদারদের জন্য জাহান্নামে পরিণত হবে যেখান থেকে তারা বের হতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি।

ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন আলী বাকেরি কানি। ইসরাইল সম্প্রতি লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে। এ নিয়ে দু পক্ষের মধ্যে মারাত্মক উত্তেজনা বিরাজ করছে।

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন খুবই শক্তিশালী ভূমিকা পালন করেছে যা আন্তর্জাতিক এবং কূটনীতির ক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করেছে। যুদ্ধ শুরু হলে লেবানন নিশ্চিতভাবে দখলদার ইসরাইলের জন্য জাহান্নামে পরিণত হবে যেখান থেকে তারা বের হতে পারবে না।

গত ৭ অক্টোবর ইসরাইল গাজায় বর্বর আগ্রাসন শুরু করার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ বলছে, গাজায় আগ্রাসন বন্ধ করলেই শুধুমাত্র ইসরাইলের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ হবে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

People are also reading