হোম পিছনে ফিরে যান

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় জানালো পিএসসি

dainikshiksha.com 2024/5/20
বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান - dainik shiksha

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ প্রার্থী। আজ বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনে (পিএসসি) অনুষ্ঠিত বিশেষ সভা শেষে এ ফল প্রকাশিত হয়।

লিখিত পরীক্ষা কবে হবে, তা জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ‘লিখিত পরীক্ষা আগস্ট মাসে নেয়ার পরিকল্পনা আছে। আমরা সভা করে এই পরীক্ষার তারিখ ঠিক করব। পরে তা ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীদের জানানো হবে।’

গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে চাকরিপ্রার্থীরা অংশ নেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা হয়। ৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫ শতাংশ। পিএসসি সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে। এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

People are also reading