হোম পিছনে ফিরে যান

এসএসসি মামলার পরবর্তী শুনানি ৬ মে, শীর্ষ আদালতের দিকে তাকিয়ে প্রায় ২৬ হাজার চাকরিহারা

anandabazar.com 2024/5/17

চাকরিহারা শিক্ষকদের হুঁশিয়ারি, যদি স্কুল সার্ভিস কমিশন যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ না করে তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

২৯ এপ্রিল, সোমবার শীর্ষ আদালতে উঠেছিল ২০১৬ সালের এসএসসির চাকরি বাতিলের মামলা। এক সপ্তাহ আগে ২২ এপ্রিল, এসএসসি মামলায় ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাই কোর্ট। চাকরি বাতিল হয় ২৫,৭৫৩ জনের। কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ওঠে সেই মামলা। আগামী সোমবার অর্থাৎ ৬ মে মামলার পরবর্তী শুনানির দিন। চাকরিহারা শিক্ষকদের মধ্যে কেউ হতাশ, কেউ আশাবাদী। তবে এই মুহূর্তে তাঁরা সকলেই দেশের শীর্ষ আদালতের উপর আস্থা রাখা সমীচীন মনে করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

People are also reading