হোম পিছনে ফিরে যান

Swastika Mukherjee: 'শুধু ক্লিভেজে আটকে থাকলে খুবই অসুবিধে!'

india.com 2024/5/6

Swastika Mukherjee: শাড়ি বিতর্ক নিয়ে ফের তুমুল বিঁধলেন স্বস্তিকা। তিনি লেখেন, 'লাইন শব্দটার কেবল একটাই অর্থ হতে পারে বা একটাই  প্রসঙ্গে ব্যবহার করা যাবে - শুধু বুকের খাঁজ বা শাড়ীর আঁচলে পুরো বিষয়টা সীমাবদ্ধ হযে গেলে খুব অসুবিধে হবে। তেড়ে আসার আগে একটু পুরোটা পড়ে নেবেন এই আর কি। ধন্যবাদ।'

Swastika Mukherjee: 'শুধু ক্লিভেজে আটকে থাকলে খুবই অসুবিধে!'

টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে (Swastika Mukherjee) নিয়ে বিতর্ক কম হয় না। শুধু তাই নয়, যে কোনও বিতর্কিত বিষয়ে সোজাসাপ্টা উত্তর দিতে দ্বিধা বোধ করেন না স্বস্তিকা। অভিনয়ের পাশাপাশি নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য পরিচিত তিনি। পেশাগত ছাড়াও স্বস্তিকা নিজের ব্যক্তিগত জীবন নিয়েও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ।

সম্প্রতি স্বস্তিকা নিজের ফেসবুক প্রোফাইলে 'লাইন' শব্দের ব্যবহারিক প্রয়োগ নিয়ে লিখেছেন, 'লাইন শব্দটার কি কোনও কপিরাইট হয়ে গিয়েছে? মুখ দিয়ে বেরোলেই লোকে বিচারপ্রবণ হয়ে ধেয়ে আসছে। ধরুন বললাম- তারাগুলো বেশ লাইন দিয়ে তাকিয়ে আছে বা তাল গাছের লাইন, তাতেও আমার গুষ্টির পিণ্ডি এক করে রেখে দিচ্ছে। একা অবিশ্যি আমার নয় শুনলাম অনেকের সঙ্গেই হচ্ছে।'

অভিনেত্রী আরও লেখেন, 'আমি তো ফিল্ম লাইনের। আর ফিল্ম লাইন এ সবাই 'নামে'। কাউকে কোনদিন বলতে শুনেছেন যে ওমুক বা তমুক ফিল্ম লাইন এ উঠেছে! আমার তো দু দশক হয়ে গেল এই লাইনে। আর উঠতেও চাইনা। নেমেই ঠিক আছি।'

তবে এখানেই থেমে থাকেননি স্বস্তিকা। শাড়ি বিতর্ক নিয়ে ফের তুমুল বিঁধলেন অভিনেত্রী। কী শাড়ি বিতর্ক? বেশ কিছু দিন শাড়ির আঁচল নিয়ে মমতা শঙ্করের বক্তব্য টলি পাড়ায় ঝড় ওঠে। মমতা শঙ্করের মতে, নতুন প্রজন্মের মহিলারা শাড়ির আঁচল নামিয়ে পরেন। তাঁদের ল্যাম্পপোস্টের নীচে দাঁড়ানো মহিলা বলে কটাক্ষ করেন অভিনেত্রী। তাঁকে সমর্থন করেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তখনই মমতা শঙ্করের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন স্বস্তিকা।

আবারও সেই প্রসঙ্গে টেনে এনে স্বস্তিকা লেখেন, 'লাইন শব্দটার কেবল একটাই অর্থ হতে পারে বা একটাই  প্রসঙ্গে ব্যবহার করা যাবে - শুধু বুকের খাঁজ বা শাড়ীর আঁচলে পুরো বিষয়টা সীমাবদ্ধ হযে গেলে খুব অসুবিধে হবে। তেড়ে আসার আগে একটু পুরোটা পড়ে নেবেন এই আর কি। ধন্যবাদ।'

কাজের দিক দিয়ে মুক্তির অপেক্ষায় স্বস্তিকার 'এলএসডি ২'। এছাড়াও একাধিক কাজ রয়েছে অভিনেত্রীর ঝুলিতে। পুজোয় মুক্তি পাবে টেক্কা ছবিখানা। স্বস্তিকার সঙ্গে ছবিতে দেখা যাবে দেব-রুক্মিণীকে। এছাড়াও আছেন টোটা। এরই সঙ্গে, চলতি বছরেই মুক্তি পেতে পারে ওয়েব সিরিজ নিখোঁজ ২। 

.
People are also reading