হোম পিছনে ফিরে যান

কক্সবাজারে বন্য হাতির আক্রমণে মৎস্য ব্যবসায়ীর মৃত্যু

bhorer-dak.com 2 দিন আগে
কক্সবাজারে বন্য হাতির আক্রমণে মনিরুল আলম (৪৫) নামের এক মৎস্য ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুলাই) ভোরে দরিয়ানগরস্থ পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহত মনিরুল আলম ওই এলাকার মৃত কালুর ছেলে।

স্থানীয় পরিবেশ কর্মী মোশারফ হোসেন পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মনিরুল আলম একজন মাছ ব্যবসায়ী। প্রতিদিনের ন্যায় মাছ বিক্রি করে বাজার থেকে বাড়ি ফেরার পথে জনৈক খালেকের পাহাড়ে তাকে একটি হাতি আক্রমণ করে। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন, মনিরুল আলমকে বাঁচানোর জন্য চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করে। কিন্তু হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান বলেন, ঘটনাটি মর্মান্তিক। পুলিশ হাসপাতালে গিয়ে বিস্তারিত তথ্য নিয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

People are also reading