হোম পিছনে ফিরে যান

SCO Summit | এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানে জয়শংকর, সারলেন দ্বিপাক্ষিক বৈঠক

uttarbangasambad.com 2024/10/5

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার কাজাখস্তানে (Kazakhstan) গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। আগামী ৪ জুলাই থেকে শুরু হওয়া এসসিও (Shanghai Cooperation Organisation) বার্ষিক শীর্ষ সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করতেই সেদেশে গিয়েছেন তিনি। মঙ্গলবার কাজাখস্তানে পৌঁছেই সেদেশের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মুরত নুরতলুর (Murat Nurtleu) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরেছেন জয়শংকর। বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণ এবং মধ্য এশিয়ার সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেছেন তাঁরা। সাক্ষাতের সেই ছবি জয়শংকর নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।

দীর্ঘ বৈঠকের পর নিজের এক্স হ্যান্ডেলে মুরত নুরতলুর সঙ্গে ছবি পোস্ট করে জয়শংকর লেখেন, ‘আজ কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মুরত নুরতলুর সঙ্গে দেখা করে আনন্দিত। এসসিও কাউন্সিল অফ হেডস অফ স্টেট সামিটের আতিথেয়তা এবং ব্যবস্থার জন্য তাঁকে ধন্যবাদ জনাই। আমাদের সম্প্রসারিত কৌশলগত অংশীদারিত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে মধ্য এশিয়ার সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়েছে।’

এই এসসিও সম্মেলনে (SCO Summit) প্রধানমন্ত্রীর যাওয়ার কথা থাকলেও সংসদের অধিবেশনের কারণে তিনি যাননি। মোদির পরিবর্তে বৈঠকে যোগ দিতে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তবে অধিবেশন চলাকালীন অতীতে মোদি বিদেশ সফরে গেলেও কাজাখস্তান না যাওয়ায় উঠেছে প্রশ্ন। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, চিনের উপস্থিতি এড়াতেই বৈঠক যাননি নরেন্দ্র মোদি। এবারে আফগানিস্তানের পরিস্থিতি, ইউক্রেনের সংঘাত এবং এসসিও সদস্য দেশগুলির মধ্যে সামগ্রিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়ে শীর্ষ সম্মেলনে আলোচনা করা হবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০০১ সালে সাংহাইতে অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলনে রাশিয়া, চীন, কিরগিজ প্রজাতন্ত্র, কাজাখস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের রাষ্ট্রপতিদের দ্বারা এসসিও প্রতিষ্ঠিত হয়েছিল। ২০০৫ সালে একটি পর্যবেক্ষক দেশ হিসেবে এসসিওর সঙ্গে ভারতের যোগসূত্র শুরু হয়। ২০১৭ সালে এসসিওর পূর্ণ সদস্য হয়ে ওঠে ভারত।

People are also reading