হোম পিছনে ফিরে যান

কেইউজের নির্বাচনে সম্রাট-মহেন পরিষদের জয়লাভ

risingbd.com 3 দিন আগে
কেইউজের নির্বাচনে সম্রাট-মহেন পরিষদের জয়লাভ
সভাপতি সাঈয়েদুজ্জামান সম্রাট (বামে), সম্পাদক মহেন্দ্রনাথ সেন (মাঝখানে) ও কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম

খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪-২৫ এ সম্রাট-মহেন পরিষদ জয়লাভ করেছে। শনিবার (২৯ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা প্রেস ক্লাবে হুমায়ূন কবীর বালু মিলনায়তনে ভোটগ্রহণ করা হয়।

Google news

নির্বাচনে সভাপতি পদে সাঈয়েদুজ্জামান সম্রাট ও সাধারণ সম্পাদক পদে মহেন্দ্রনাথ সেন জয়লাভ করেন। এছাড়া সহ-সভাপতির দুটি পদে কাজী শামীম আহমেদ ও মো. আমীরুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে এস এম মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ পদে শেখ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে সাগর সরকার, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিলন হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে নেয়ামুল হাসান কচি, শেখ লিয়াকত হোসেন ও উত্তম কুমার সরকার জয়লাভ করেন। নির্বাচনে ১১টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন কেইউজের সাবেক সভাপতি মো. মুন্সী মাহাবুব আলম সোহাগ। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বিএফইউজের যুগ্মমহাসচিব মো. হেদায়েত হোসেন মোল্লা ও কেউজের সদস্য হাসান আল মামুন। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন খুলনার শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।

নির্বাচনে ১২৬ জন ভোটারের মধ্যে ৬৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

ভোটগ্রহণকালে নির্বাচন পর্যবেক্ষণ করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতস বসু, কুষ্টিয়ার সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লব, বরিশালের সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন, যাশোরের সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন প্রমুখ। 

People are also reading