হোম পিছনে ফিরে যান

‘বেশি বাচ্চা শুধু মুসলিমদের হয় না, আমারও ৫ সন্তান’, মোদিকে জবাব খাড়গের

sangbadpratidin.in 2024/5/19

'ইন্ডিয়া জোট জয়ী হচ্ছে বুঝতে পেরে হতাশ হয়ে পড়েছেন নরেন্দ্র মোদি', কটাক্ষ খাড়গের।

Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘যারা বেশি বেশি সন্তানের জন্ম দেয় তাঁদের হাতে মা-বোনেদের মঙ্গলসূত্র তুলে দেবে কংগ্রেস।’ নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলে এমনই মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেশি বেশি সন্তান বলতে মোদির তির ছিল মুসলিমদের দিকে বলেই মনে করা হচ্ছে। এই ইস্যুতেই এবার মোদিকে পালটা জবাব দিলেন কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। জানালেন, তাঁর নিজেরও ৫ টি সন্তান। তাই এক্ষেত্রে কোনও সম্প্রদায় বিশেষকে এভাবে দাগিয়ে দেওয়া যায় না। 

মঙ্গলবার ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে গিয়ে মোদিকে তোপ দেগে খাড়গে বলেন, “নির্বাচনে ইন্ডিয়া জোট জয়ী হচ্ছে একথা বুঝতে পেরে হতাশ হয়ে পড়েছেন নরেন্দ্র মোদি। তাই এবার মঙ্গলসূত্র, মুসলিম নিয়ে মন্তব্য করছেন উনি। উনি বলছেন, আমরা আপনাদের সম্পদ কেড়ে নিয়ে তাঁদের দিয়ে দেব যাঁদের বেশি সন্তান রয়েছে।” এর পরই তিনি বলেন, ‘শুধু কি মুসলিম? গরিব মানুষরা সর্বদাই বেশি সন্তানের জন্ম দেয়। তাহলে আপনি শুধু মুসলিমদের আক্রমণ করছেন কেন? ওরাও এই দেশের বাসিন্দা।’ এর পর নিজের প্রসঙ্গ টেনে খাড়গে বলেন, ‘আমার বাবা আমায় বলেছিলেন আমি তাঁর একমাত্র সন্তান। এবং তিনি চান আমি যেন বেশি সন্তানের জন্ম দেই। ফলে শুধু মুসলিম কেন? আমার নিজের ৫ সন্তান রয়েছে।’

সম্প্রতি রাজস্থানে রাজনৈতিক প্রচারে গিয়ে কংগ্রেসকে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেছিলেন, হাত শিবিরের ইস্তাহারে দাবি করা হয়েছে, মা-বোনেদের মঙ্গলসূত্র কংগ্রেস তাঁদের হাতে তুলে দেবে যারা অধিক সংখ্যায় সন্তানের জন্ম দেয়। তাঁর নিশানা যে মুসলিম সম্প্রদায়কে উদ্দেশ্য করে ছিল তা বলার অপেক্ষা রাখে না। প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে জাতীয় রাজনীতিতে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে কংগ্রেস।

এই ইস্যুতে মোদিকে তোপ দেগে আগেই সরব হয়েছিলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। প্রধানমন্ত্রীর মন্তব্যের পালটা জবাব দিতে গিয়ে ওয়েইসি বলেন, “নরেন্দ্র মোদি আসলে হিন্দুদের মনে ভয় তৈরি করার চেষ্টা করছেন। উনি বোঝাতে চাইছেন মুসলিমরা শীঘ্রই সংখ্যাগুরু হয়ে যাবে।” ওয়েইসি বলেন, “আপনি কেন ঘৃণার দেওয়াল তৈরি করার চেষ্টা করছেন? কেন বলছেন মুসলিমরা বেশি সন্তানের জন্ম দেয়? মোদি সরকারের তথ্যই বলছে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক কমে গিয়েছে। এটা বলতে আমার কোনও লজ্জা নেই যে মুসলিমরা এখন সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করেন।”

People are also reading