হোম পিছনে ফিরে যান

ছুটি শেষে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ খুলেই মিললো রাসেলস বোয়া সাপ

jagonews24.com 5 দিন আগে
ছুটি শেষে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ খুলেই মিললো রাসেলস বোয়া সাপ
ছবি: রাসেলস বোয়া সাপ

২০ দিন বন্ধ থাকার পর বুধবার (৩ জুলাই) খুলেছে প্রাথমিক বিদ্যালয়। স্কুল খুলেই রাজশাহীর একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দেখা মিলেছে বিরল প্রজাতির রাসেলস বোয়া (বালি বোড়া) সাপের।

বুধবার সকালে রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বারনই নদীর পাশে এই স্কুল অবস্থিত। সাধারণের ধারণা নদীর পানিতে সাপটি ভেসে এসেছে। এরপর বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আশ্রয় নেয়। সকালে শ্রেণিকক্ষের তালা খুলে সাপটির দেখা মেলে। এরপর স্থানীয় বাসিন্দারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।

তিনি আরও বলেন, সাপটি দেখার পর থেকেই তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমাদের জেলা-উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের সাপ বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হবে। তবে এই সাপের জন্য কোনো ক্লাস বা পরীক্ষা বন্ধ থাকেনি। সব নিয়ম মাফিকই হচ্ছে।

সাপ ও সরীসৃপ বিশেষজ্ঞ বোরহান বিশ্বাস রোমান বলেন, ছবিটি দেখে মনে হচ্ছে এটি বিরল রাসেলস বোয়া। আমরা এটি দেখতে সেখানে যাচ্ছি। মৃত হলেও সাপটি আমাদের গবেষণার জন্য দরকার। এটি হাতে পেলে আমরা তার আইডেন্টিটি পুরোপুরি ক্লিয়ার হবো। তবে এটি দেখে রক পাইথন মনে হচ্ছে।

তিনি বলেন, এটি সাধারণত দেখা যায় না। এটি বিরল প্রজাতির সাপ। তবে এটি বাগমারায় কীভাবে আসলো সেটি বলা যাচ্ছে না।

সাখাওয়াত হোসেন/এফএ/এএসএম

People are also reading