হোম পিছনে ফিরে যান

‘ধোনি-ধোনি’ চিৎকার সহ্য করতে পারতেন না জাদেজা, বিস্ফোরক প্রাক্তন সতীর্থ

sangbadpratidin.in 2024/5/29

কে ফাঁস করলেন এই তথ্য?

Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই সুপার কিংস সমর্থকরা আগে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ভক্ত। পরে ফ্র্যাঞ্চাইজির ভক্ত। সিএসকে-র জার্সিতে খেলেছেন অম্বতি রায়ডু (Ambati Rayudu)। সেই অভিজ্ঞতা থেকে প্রাক্তন চেন্নাই সুপার কিংস ক্রিকেটার জানাচ্ছেন, ধোনির প্রতি অফুরান এই ভালোবাসা, ধোনি-ধোনি শব্দব্রহ্মে বিরক্ত হতেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।
এবারের আইপিএলেও ধোনির প্রতি সিএসকে সমর্থকদের ভালোবাসা, সমর্থন দেখা যাচ্ছে। ধোনি ব্যাট হাতে নামলেই ভক্ত-অনুরাগীদের চিৎকার শ্রবণশক্তি বিকল করে দিতে পারে।

ধোনির প্রতি চেন্নাই সুপার কিংস ভক্তদের এই হৃদয় উজাড় করা ভালোবাসার বর্ণনা দিয়ে রায়ডু বলছেন, ”অন্য ক্রিকেটার চার-ছক্কা হাঁকালে দর্শকরা নীরব থাকে। শেষের দিকে আমি আর জাদেজা এটা উপলব্ধি করতে পেরেছিলাম। আমি বিশ্বাস করি সিএসকে ভক্তরা আসলে আগে ধোনি ভক্ত। পরে ফ্র্যাঞ্চাইজির ভক্ত। দর্শকদের ধোনির প্রতি ভালোবাসায়, ধোনি-ধোনি চিৎকারে জাদেজা বিরক্ত হতো, হতাশ হতো। কিন্তু ওর কিছু করার ক্ষমতা ছিল না।”
ধোনি-ম্যানিয়া চলছেই। অনেকেই বলছেন, এবছরের পরে ধোনি আর খেলবেন না আইপিএলে। এবারের টুর্নামেন্টের বল গড়ানোর আগে ধোনি তাঁর নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দিয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে। চেন্নাইয়ের প্রতিটি ম্যাচে কেবল ধোনিকে দেখার জন্যই চিপকে ভিড় জমাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।