হোম পিছনে ফিরে যান

ফ্রান্সে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

boishakhionline.com 2024/10/5

প্রকাশিত: ৩০-০৬-২০২৪ ১৮:০২

আপডেট: ৩০-০৬-২০২৪ ১৮:০২

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় রোববার সকাল ৬টায় শুরু হয় ভোটগ্রহণ। সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।  ধারণা করা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র‌্যালি (আরএন) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে। 

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, চলতি মাসে ফ্রান্সে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থী নেতা মেরি ল পেনের ন্যাশনাল র‌্যালির কাছে ধরাশায়ী হয় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দল। এরপরই পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দেন ম্যাক্রোঁ। 

ফ্রান্সে পার্লামেন্টের জাতীয় পরিষদের ৫৭৭টি আসনের জন্য দুই দফায় ভোট হয়ে থাকে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য একটি দলের প্রয়োজন হয় ২৮৯টি আসন।। আগামী ৭ জুলাই দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ফলাফল জানা যাবে না। তবে ভোটের আগে বিভিন্ন জরিপে দেখা গেছে, এবার অতি ডানপন্থি রাজনীতিবিদ মেরিন লে পেন এবং জর্ডান বারডেলার দল আরএন বেশ এগিয়ে রয়েছে।

আরএন যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তবে ফরাসি রাজনীতিতে অচলাবস্থা দেখা দিতে পারে। কারণ পার্লামেন্টের নিয়ন্ত্রণ বিরোধীদের হাতে থাকলেও বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ক্ষমতায় থাকবেন আরও তিন বছর, অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত। ফলে বিরোধী দুই পক্ষ ক্ষমতার দুই কেন্দ্র নিয়ন্ত্রণ করায় স্বাভাবিকভাবেই ভারসাম্য বজায় থাকবে না। বারদেলা এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন তিনি নির্বাচিত হলে বৈশ্বিক ইস্যু তথা পররাষ্ট্র নীতিতে ম্যাক্রোঁকে চ্যালেঞ্জ জানাবেন।

People are also reading