হোম পিছনে ফিরে যান

মামুনুল হকের বিরুদ্ধে চার্জ গঠন

protidinersangbad.com 2024/10/6

ছবি : সংগৃহীত

কুমিল্লার আদালতে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক ও সংগঠনের নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে একটি মামলায় চার্জ গঠন করা হয়েছে।

মামলার আসামি পক্ষের আইনজীবী মো. জসিম উদ্দীন চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

সোমবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন মামলার চার্জ গঠন করেন। ওই মামলার চার্জগঠনের শুনানিতে তারা উপস্থিত হয়েছেন।

তিনি জানান, গত ২০২০ সালের ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় এক মাহফিলের অয়োজন করা হয়। ওই মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আয়োজক ও অতিথিদের বিরুদ্ধে ১৭ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ওই মামলায় ছয়জনকে আসামি করা হয়। সোমবার এই মামলার চার্জ গঠনের দিন ছিল। তাই আসামিরা উপস্থিত হয়েছেন।

আইনজীবী মো. জসিম উদ্দীন আরও বলেন, বিচারকের সামনে মাওলানা মামুনুল হক তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

People are also reading