হোম পিছনে ফিরে যান

জামালগঞ্জে নৌপথে চাঁদাবাজি অভিযোগে গ্রেফতার ৮

dainiksylhet.com 2 দিন আগে

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীতে বালু, কয়লা ও চুনাপাথর সহ বিভিন্ন মালবাহী নৌ পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে ৮ চাঁদাবাজকে আটক করেছে জামালগঞ্জ থানা পুলিশ।

রবিবার সকাল সাড়ে ছয়টায় উপজেলার সদর ইউনিয়নের লালপুর নামক স্থানে সুরমা নদীর পূর্ব পাড় থেকে তাঁদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, সদর ইউনিয়নের উজান লালপুর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে বিল্লাল মিয়া ওরফে বিলামিন (৩৫) মোঃ ছমির উদ্দিনের ছেলে মোহাম্মদ মুক্তাদির (২২) মোঃ আকিনুর মিয়ার ছেলে মোঃ লিমন মিয়া (২৬), সুরুজ আলীর ছেলে নুরুল গনি (২৩) মৃত আব্দুল ওয়াহিদের ছেলে হিরন মিয়া (৩০) আলী আহমদের ছেলে মো: মুজাহিদ(২৭) ফখরুদ্দিনের ছেলে মিরাজ আলী (৩৫) নুরুল ইসলামের ছেলে নুর জালাল (৩০)। এছাড়াও আরো ৪ জন পলাতক রয়েছে।

জানা যায়, জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লালপুর এলাকায় সুরমা নদীর পূর্ব পাড়ে একটি চক্র দীর্ঘদিন যাবত নৌপথে চলাচলকারী বিভিন্ন বাল্কহেড থেকে জোর পূর্বক চাঁদা আদায় করে আসছে। যা সম্পুর্ন অবৈধ। রবিবার ভোরে জামালগঞ্জ থানা এমন সংবাদ পেলে অফিসার ইনচার্জের নির্দেশে অভিযান চালায় থানা পুলিশ। ঘটনাস্থল থেকে চাঁদা আদায়কালে হাতেনাতে আটক করা হয় ৮ জনকে। সাথে থাকা আরো ৪ জন পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রায় সাড়ে ছয় হাজার টাকা ও তাদের ব্যবহৃত ৭ টি বাটন ফোন। এছাড়াও চাঁদা আদায়ের ব্যাপারে তাদেরকে জিজ্ঞেস করলে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

এব্যাপারে জামালগঞ্জ থানার এসআই সুপ্রাংশু দে দিলু বাদী হয়ে জামালগঞ্জ থানায় ৩৪১/৩৮৫/৩৮৬/৩৪ পেনাল কোড ১৮৬০ ধারায় ১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-৭।

এব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌপথে চাঁদা আদায়কালে জামালগঞ্জ থানা পুলিশ ৮ জনকে আটক করে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পলাতক ৪ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

People are also reading