হোম পিছনে ফিরে যান

সংসদে দেয়া বক্তব্যের প্রশংসায় ভাসছেন এমপি আবুল কালাম আজাদ

jaijaidinbd.com 3 দিন আগে
ছবি: যায়যায়দিন

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদের সংসদে দেয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রশংসায় ভাসছে।

গত বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধায় জাতীয় সংসদে ২০২৪-২৫ সালের অর্থ বাজেট আলোচনায় পাঁচ মিনিটের ওই ভিডিও বক্তব্য দেন তিনি। বক্তব্যে তিনি দেবিদ্বারের দীর্ঘদিনের ধরে উঠে আসা সাধারণ মানুষের দাবিগুলোর সংসদে উপস্থাপন করেন।

বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, দেবিদ্বার উপজেলায় এখনও কোন ফায়ার সার্ভিস স্টেশন নাই। জরুরী ভিত্তিতে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য অনুরোধ করছি৷ কারিগরি শিক্ষার গুনগতমান উন্নয়ন ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষে দেবিদ্বারে একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি।

তাছাড়া তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে প্রয়োজনীয় জনবলসহ ৫০ শয্যা থেকে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার দাবি সহ দেবিদ্বার উপজেলায় একটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম স্থাপনের দাবি জানান তরুণ এই সংসদ সদস্য।

এ সময় এমপি শিক্ষার্থীদের মোবাইল ফোন ভিত্তিক গেমে আসক্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন এর মূল কারন হলো ক্রীড়া অবকাঠামোর অভাব৷ তাই প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ ও জিমনেসিয়ামের ব্যবস্থা করার জন্য অর্থ বরাদ্দ রাখার অনুরোধ করেন।

বক্তব্যে তিনি আরো বলেন, রেমিট্যান্স কর্মীদের জন্য বিমানবন্দরে স্পেশাল কাউন্টারের মাধ্যমে সেবাপ্রদানের সুবিধা রাখাতে হবে। এবারের বাজেটে শিক্ষার বরাদ্দ কম হয়েছে। যা দিয়ে যোগ্য মানবসম্পদ তৈরিতে অবদান রাখা সম্ভব না।

মহান জাতীয় সংসদে দেবিদ্বারের দীর্ঘদিনের এই সমস্যাগুলো উপস্থাপন করে এমপি আবুল কালাম আজাদ নিজ আসনের সাধারণ মানুষের কাছাকাছি আরেক ধাপ এগিয়ে গেছেন বলে মন্তব্য করছেন নেতাকর্মী ও ভোটাররা।

এরই মধ্যে নেতাকর্মী ও সাধারণ মানুষ এমপির এই পাঁচ মিনিটের বক্তব্য ফেইসবুকে পোস্ট ও শেয়ার করছেন। যা এরই মধ্যে প্রায় ২ লাখ মানুষ দেখেছেন।

উল্লেখ্য, আবুল কালাম আজাদ এমপি হয়েই দেবিদ্বারের সাধারণ মানুষের কথা চিন্তা করে গোমতী নদীর মাটি কাটা এবং সিএনজি ও অটোরিক্সার জিবি নামক চাঁদা বন্ধ করে দিয়ে সারাদেশে আলোচনায় আসেন।

যাযাদি/ এসএম

..

People are also reading