হোম পিছনে ফিরে যান

এনআরবিসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

banglatribune.com 2024/6/27
সভায় অংশগ্রহণকারীরা

এনআরবিসি ব্যাংকের একাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৩ সালের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। এছাড়া গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক ও স্বতন্ত্র পরিচালকদের নিয়োগ ও পুনর্নয়োগ, নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়। বৃহস্পতিবার (১৩ জুন) এ সভা অনুষ্ঠিত হয়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকের আমানত ২০২৩ সালের ডিসেম্বর শেষে ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৬৭ কোটি টাকা। আগের বছর যা ১৬ হাজার ১১৫ কোটি টাকা ছিল। ঋণের পরিমাণ ১৩ হাজার ৬১৭ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০৯ কোটি টাকা। ঋণের প্রবৃদ্ধি হয়েছে ৭ শতাংশ। বছর শেষে পরিচালন মুনাফা ৩৫৬ কোটি টাকা এবং নিট মুনাফা হয়েছে ১৮৫ কোটি টাকা। শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ২ টাকা ২৩ পয়সা। এছাড়া গত বছর ব্যাংকটির মাধ্যমে আমদানি হয়েছে ৩ হাজার ৯১৪ কোটি টাকা এবং রফতানি হয়েছে ৩ হাজার ১৯২ কোটি টাকা। রেমিটেন্স এসেছে ৭ হাজার ৩২৭ কোটি টাকা।

সভায় ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, ‘এনআরবিসি ব্যাংক নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করছে। এ ক্ষেত্রে নারী, প্রশিক্ষিত যুবক ও সমাজের অন্যান্য পিছিয়ে থাকা জনগোষ্ঠির কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করা হচ্ছে। ইতোমধ্যে যুব উন্নয়ন অধিদফতর থেকে প্রশিক্ষিত যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিনা জামানতে সহজশর্তে ঋণ দিচ্ছে এনআরবিসি ব্যাংক। এনআরবিসি ব্যাংকের উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে প্রায় ৮৬ হাজার ক্ষুদ্র উদ্যোক্তা।’

ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মো. রবিউল ইসলাম বলেন, ‘সমসাময়িক ব্যাংকগুলোর তুলনায় সব আর্থিক সূচকে এগিয়ে আছে এনআরবিসি ব্যাংক। গ্রামীণ অর্থনীতির উন্নয়নই ব্যাংকের মূল লক্ষ্য।’

সভায় আরও ছিলেন– ব্যংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, এ এম সাইদুর রহমান, মোহাম্মদ ওলিউর রহমান, আবু বকর চৌধুরী, লকিয়ত উল্লাহ, মোহাম্মদ নাজিম, একেএম মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র পরিচালক এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার, ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, ড. রাদ মজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম, ডিএমডি ও সিএফও হারুনুর রশিদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব প্রমুখ।

People are also reading