হোম পিছনে ফিরে যান

দিনাজপুরে আম বোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংষর্ষে নিহত ৬

u71news 3 দিন আগে

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে আম বোঝাই ট্রাক ও নাবিল পরিবহণের মুখোমুখি সংঘর্ষে আরেক মৃত বেড়ে দুই শিশুসহ ৬ জন নিহত দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ২৫ জন। আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক।

আজ শুক্রবার ভোর সাড়ে ৫ টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের চকরামপুর দইসই (আরিয়ান পেট্রোল পাম্প সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী বাস ও ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়।

নিহতরা হলেন- ট্রাকচালক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মিত্রপাটি গ্রামের সুরা ইসলামের ছেলে হাসু ( ৩২), বাসের সুপারভাইজার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মিলরোড এলাকার লক্ষণ বাহাদুরের ছেলে রাজেশ বাহাদুর (৩০), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানেশ আলীর ছেলে মোহাম্মদ আলী (৫২), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার খোচনা গ্রামের মমিনুর ইসলামের মেয়ে সায়মা মেহনাজ (৫ মাস), বোচাগঞ্জ উপজেলার জাহিদ হাসানের মেয়ে বিভা (১০) ও দিনাজপুর সদর উপজেলার বিঞ্চপুর গ্রামের সদেশ রায় (২৩)।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, ভোর আনুমানিক সাড়ে ৫ টায় শশরা ইউনিয়নের চকরামপুর এলাকায় ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলগামী নাবিল পরিবহনের একটি কোচের (ঢাকা মেট্রো ট-১৪-৪১৯০) সঙ্গে বিপরীতমুখী আম বোঝাই অপর একটি ট্রাকে (ঢাকা মেট্রো ট-১৭-০০৮৩)এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক হাসু (৪০) নিহত হয়।

পরে আহত ২৫ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত দুই শিশুসহ আরো ৫ জন মারা যান। দুর্ঘটনা কবলিত কোচ ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা আগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে, দুর্ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিহত ৫ মাসের শিশু সায়মা মেহনাজ এর পিতা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার খোচনা গ্রামের দূর্ঘটনায় আহত মমিনুর ইসলাম জানান,তারা দিনাজপুর ফুলবাড়ী বাসস্টপে নেমে অটো-বাইকে বাড়ি ফিরার কথা ছিলো। তার স্ত্রী ও আরেক ৫:বছরের ছোট ছেলেও ও এই দুর্ঘটনায় আহত। শিশু সন্তানের মৃত্যুর পর তারা আহত হলেও হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন। সন্তানের দাফন-কাফন করার জন্যেই। তারা এক আত্মীয় ও বাড়ি থেকে গ্রামে ফিরছিলেন।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত মফিজুল ইসলাম (৪০) জানালেন, তিনি বোচাগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে ফিরছিলেন। তার ঘুমন্ত অবস্থায় এই দুর্ঘটনা ঘটেছে। তাই, প্রথমে তিনি এই ভয়াবহ দুর্ঘটনাকে দুঃস্বপ্ন ভেবেছিলেন। এখন বাস্তবে হাসপাতালে।

(এস/এসপি/জুলাই ০৫, ২০২৪)

People are also reading