হোম পিছনে ফিরে যান

কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?

banglatribune.com 2024/10/5

শুদ্ধাচার ও সুশাসন নিশ্চিত করাসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে আজ বৃহস্পতিবার (৪ জুলাই) বৈঠকে বসেছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। বিকালে সাড়ে ৪টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সভা শুরু হয়। দুই ঘণ্টা চলার পর সভা শেষ হয় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। সভায় সব বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, সভায় ১৯৭৯ সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালা যুগোপযোগী করে নীতিমালা তৈরি করা, ২০১২ সালের শুদ্ধাচার নীতিমালা সংশোধনসহ আপডেট করার বিষয়টি আলোচনা হয়েছে। সর্বশেষ সচিব সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে আজ। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, মাঠ পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করতে সচিবদের মনিটরিং বাড়ানোর নিদর্শনা দেওয়া হয়েছে। এ ছাড়াও বিভিন্ন সময়ে দেওয়া প্রধানমন্ত্রীর নিদর্শনা বাস্তবায়নের অগ্রগতি জানতে চাওয়া হয়েছে।

সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে বিস্তর আলোচনা চলছে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়ে আজকের সচিব সভায় কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন মাহবুব হোসেন। যদিও সভাটি এ কারণেই খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছিলেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য এটি বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত দ্বিতীয় সচিব সভা। ১১ জানুয়ারি সরকার গঠনের পর প্রথম সচিব সভাটি হয়েছিল ৫ ফেব্রুয়ারি। ওই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। তবে আজকের সভায় সভাপতিত্ব করেন কেবিনেট সচিব মাহবুব হোসেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই আজকের সভাটি অনুষ্ঠিত হলো।

People are also reading