হোম পিছনে ফিরে যান

বাজে ব্যাটিংয়ে সিরিজ হারল মেয়েরা

channelionline.com 2024/5/17

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টানা দুই ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়া বাংলাদেশের তৃতীয় টি-টুয়েন্টিতে শুরুটা হয়েছিল দুর্দান্ত। বাজে ব্যাটিংয়ের বৃত্ত থেকে বের হওয়ার আভাস মিললেও পাওয়ার প্লে’র পর আগের ধারাতেই ফিরে যায় টিম টাইগ্রেস। ভালো সংগ্রহ না পেয়ে ভারতের কাছে ম্যাচ হারল ৭ উইকেটে। তাতে দুই ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিল সফরকারী দল।

সিলেটে তিন ম্যাচের একটিতেও লড়াই করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। বৃহস্পতিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে দিলারা আক্তারের ঝড়ো ব্যাটিং স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশকে। ২৭ বলে ৫টি বাউন্ডারিতে ৩৯ রানের ইনিংসে বড় সংগ্রহের ভিত গড়ে দিলেও দিনশেষে বলের সমান রানও তুলতে পারেনি দল।

প্রথম ৬ ওভারে বিনা উইকেটে ৪৪ রান তোলা বাংলাদেশ ১১৭ রানে থামে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে। অধিনায়ক জ্যোতি ২৮ ও সোবহানা মোস্তারি ১৫ রান করেন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। দিলারার ওপেনিং পার্টনার মুর্শিদা খাতুন ৯ রান করেন।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় ভারত। সফরকারী দলের ওপেনার শেফালি ভার্মা ৩৮ বলে ৮টি চারে ৫১ রান করে রিতু মনির বলে ফিরতি ক্যাচ দেন। ৯১ রানে ভাঙে ওপেনিং জুটি।

৩ রানের জন্য ফিফটি পাননি আরেক ওপেনার স্মৃতি মান্ধানা। ৪২ বলে ৫টি চার ও ১টি ছয়ে ৪৭ রান করে নাহিদা আক্তারের বলে ফাহিমা খাতুনের হাতে ক্যাচ দেন।

৯১ থেকে ১১০, এই ১৯ রানের মধ্যে তিন উইকেট হারায় ভারত। জয় থেকে ভারত যখন ৮ রান ‍দূরে, রাবেয়া খানের বলে এলবিডব্লিউ হন দয়ালন হেমলতা। ১১ বলে করেন ৯ রান। অধিনায়ক হারমানপ্রীত কৌর ৬ ও রিচা ঘোষ ৪ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেন। সিলেটে সিরিজের শেষ দুটি ম্যাচ আগামী ৬ ও ৯মে।

People are also reading