হোম পিছনে ফিরে যান

লোহিত সাগর ও ভূমধ্যসাগরে ৪ জাহাজে হুতিদের ক্ষেপনাস্ত্র হামলা

desh.tv 2 দিন আগে

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগর ও ভূমধ্যসাগরে চারটি জাহাজকে ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু বানিয়েছে বলে দাবি করেছে। শুক্রবার (২৮ জুন) এক টেলিভিশন বিবৃতিতে এ দাবি করেন হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এছাড়া ভূমধ্যসাগরে দুটিসহ মোট ৪টি জাহাজকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি।

ইয়াহিয়া সারি বলেছেন, তারা তেলবাহী ট্যাংকার ডেলোনিক্সে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সেটি সরাসরি আঘাত হেনেছে। লোহিত সাগরে আইওনিস জাহাজের পাশাপাশি ওয়ালের তেলবাহী ট্যাংকার ও ভূমধ্যসাগরে জোহানেস মায়েরস্ক জাহাজেও হামলা করেছে হুতিরা।

ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার নিশ্চিত করেছে যে, অজ্ঞাত দেশের একটি জাহাজ ইয়েমেনের বিদ্রোহী-নিয়ন্ত্রিত বন্দর শহর হোদেইদার উপকূল থেকে যাত্রা করছিল। যাত্রাপথে এই জাহাজটির আশে-পাশে পাঁচটি ক্ষেপণাস্ত্র এসে পড়েছে।

বৃহস্পতিবার লোহিত সাগরের মধ্য দিয়ে ভ্রমণকারী অন্য একটি জাহাজে হামলার খবর পাওয়া গেছে। এতে জাহাজটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিদ্রোহী-নিয়ন্ত্রিত বন্দর শহর হোদেইদা উপকূলে জাহাজটি বেতারের মাধ্যমে আঘাত পাওয়ার কথা প্রচার করে। বেসরকারী নিরাপত্তা সংস্থা অ্যামব্রে প্রথম এ ব্যাপারে রিপোর্ট প্রকাশ করেছিল। অ্যামব্রেয়ের মতে, এ অঞ্চলে টহলে থাকা একটি যুদ্ধজাহাজ থেকে প্রতি-আক্রমণ করা হয়েছিল।

ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার পরে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

ইউকেএমটিও বলেছে, "আক্রমণের ধরনটি জলবাহিত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস হিসাবে রিপোর্ট করা হয়েছে। জাহাজ এবং ক্রুরা নিরাপদে আছে এবং জাহাজটি নিরাপদে তাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চলেছে।"

গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও সংলগ্ন জলপথে বাণিজ্যিক জাহাজগুলোতে হুতিরা হামলা শুরু করার পর থেকে আন্তর্জাতিক জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে। অনেক জাহাজই সুয়েজ খাল-লোহিত সাগর জলপথ এড়িয়ে আফ্রিকা মহাদেশ ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে যাচ্ছে, এতে সময় ও খরচ উভয়ই বৃদ্ধি পাচ্ছে।

এই অঞ্চলে হুতিদের হামলার কারণে গত নভেম্বর থেকে আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। অনেক জাহাজ লোহিত সাগরে হয়ে সুয়েজ খালের দিকে না গিয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত দিয়ে দীর্ঘ পথ ঘুরতে বাধ্য হয়েছে।

এমএ

People are also reading