হোম পিছনে ফিরে যান

দেশের শীর্ষ তারকা শিল্পীদের নিয়ে হাফ ডজন সিরিজ

channelionline.com 2024/4/28

২৬ মার্চ বাংলাদেশি নির্মাতা ও অভিনয়শিল্পীদের নিয়ে চমকপ্রদ ঘোষণা দিলো ভারতীয় জনপ্রিয় প্লাটফর্ম হইচই

বাংলা ভাষাভাষি দর্শকের কাছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ‘হইচই’। গেল কয়েক বছরে বাংলাদেশি দর্শকের কাছেও পেয়েছে গ্রহণযোগ্যতা। উপহার দিয়েছে তকদীর, মহানগর, কষ্টনীড়, কারাগার, কাইজারসহ একাধিক জনপ্রিয় ওয়েব কনটেন্ট।

সাফল্যের ধারাবাহিকতায় ‘হইচই’ তাদের আসন্ন বাংলাদেশি কনটেন্ট এর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, রোমান্স থ্রিলারে ভরপুর নতুন ছয়টি ওয়েব সিরিজ নিয়ে আসছে। এগুলো পরিচালনা করবেন দেশের নামী নির্মাতারা।

নির্মাতারা হলেন অমিতাভ রেজা চৌধুরী, আশফাক নিপুন, অনম বিশ্বাস, ভিকি জাহেদ, শিহাব শাহীন প্রমুখ। অভিনয় করবেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, অপূর্ব, পরীমনি, মেহজাবীন চৌধুরীসহ অনেকে।

হইচই বাংলাদেশ কর্তৃপক্ষ বলছে, প্রথমবার বাংলাদেশের অভিনয় ইন্ডাস্ট্রির শীর্ষ তারকা শিল্পীদের নিয়ে ব্যাক টু ব্যাক সিরিজ নির্মাণ করতে যাচ্ছে হইচই। ভৌগলিক বাঁধা পেরিয়ে বাংলাদেশের কনটেন্ট বিশ্বব্যাপী যেভাবে জনপ্রিয়তা পাচ্ছে তা উদযাপন করতেই হইচই মিট ২০২৪’র এই আয়োজন।

২০১৯ সালে অপি করিমকে নিয়ে অমিতাভ রেজা চৌধুরী পরিচালনা করেছিলেন ওয়েব সিরিজ ‘ঢাকা মেট্রো’। ওই কনটেন্টটির মাধ্যমে হইচই বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল।

এর কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, তারপর আরও ১৮টি সিরিজ মুক্তি পেয়েছে যেগুলো বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। একটি ব্র্যান্ড হিসেবে বিশ্বের বাংলা ভাষার দর্শকদের কাছে মানসম্মত বিনোদন পৌঁছে দেয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। দর্শকদের পছন্দকে প্রাধান্য দিয়ে খ্যাতিমান নির্মাতা ও শিল্পীদের নিয়ে কাজ করে যাচ্ছি। এ বছর ছয়টি কনটেন্টের ঘোষণা দেয়া হলো, ভবিষ্যতে আরও বাড়বে।

ঘোষণা দেয়া হইচই বাংলাদেশের সিরিজগুলো হচ্ছে অনম বিশ্বাস পরিচালিত রঙিলা কিতাব, যেখানে অভিনয় করবেন পরীমনি। জিম্মি বানাবেন আশফাক নিপুণ, থাকবেন জয়া আহসান। শিহাব শাহীনের পরিচালনা ‘গোলাম মামুন’ সিরিজে থাকবেন জিয়াউল ফারুক অপূর্ব।

ভিকি জাহেদের পরিচালনায় ‘রুমি’-তে থাকবেন চঞ্চল চৌধুরী। অমিতাভ রেজা চৌধুরী নির্মাণ করবেন বোহেমিনা ঘোড়া (আট মানে নট), এতে থাকবেন মোশাররফ করিম। মেহজাবীন চৌধুরীকে নিয়ে ‘মিথ্যবাদী’ নামে আরেকটি সিরিজ তৈরি করবেন ভিকি জাহেদ।

 
People are also reading