হোম পিছনে ফিরে যান

দলীয় প্রতীকে উপজেলা ভোটে মাত্র ৪টি দল

prothomalo.com 2024/5/14

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবার দলীয় প্রতীকে নির্বাচন করছে না। তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপির অনুপস্থিতিতে নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে ও দলের তৃণমূলের বিভেদ নিরসনে তারা এই কৌশল নিয়েছে। প্রায় সব উপজেলাতেই আওয়ামী লীগের একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। মন্ত্রী–সংসদ সদস্যদের সন্তান–স্বজনেরাও অনেক জায়গায় প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগও মন্ত্রী-সংসদ সদস্যদের হস্তক্ষেপ ঠেকাতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছে।

এবারের উপজেলা নির্বাচনে যেহেতু ‘নৌকা’ এবং ‘ধানের শীষ’ প্রতীক নেই, ফলে দলগতভাবে ভোটের সেই রাজনৈতিক আমেজ নেই। যদিও দলীয় প্রতীক না দেওয়ায় প্রতিটি উপজেলায় দলের একাধিক প্রার্থী থাকায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই বলা হচ্ছে।

এমন পটভূমিতেও চারটি দল এই ভোটে অংশ নিচ্ছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রথম ধাপে দলীয় প্রতীকে মাত্র একটি মনোনয়নপত্র জমা পড়েছে। সেটি দিয়েছে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির। এর বাইরে দ্বিতীয় ধাপে দলটির চারজন দলীয় প্রতীক ‘লাঙ্গল’ নিয়ে প্রার্থী রয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাতীয় পার্টির (জেপি) দুজন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একজন এবং ওয়ার্কার্স পার্টির একজন দলীয় প্রতীকে প্রার্থী হয়েছেন দ্বিতীয় ধাপের নির্বাচনে।

People are also reading