হোম পিছনে ফিরে যান

নির্বাচনে সহিংসতার কথা স্মরণ করে কাঁদলেন এমপি

jagonews24.com 2024/10/6
নির্বাচনে সহিংসতার কথা স্মরণ করে কাঁদলেন এমপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফকে হারিয়ে কুষ্টিয়া-৪ আসনের এমপি হয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ।

তিনি শনিবার (৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমারখালী উপজেলার সুরভীকুঞ্জ কমিউনিটি সেন্টারে তার পক্ষের পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রথমবারের মতো আয়োজিত এমন অনুষ্ঠানে ১০০টি কেন্দ্রের ৭৫৫ জন পোলিং এজেন্টসহ তৃণমূলের প্রায় নয়শ আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনে প্রতিপক্ষের হামলা, নির্যাতন ও নিপীড়নের ঘটনার স্মৃতিচারণ করে আবেগে কেঁদে ফেলেন এমপি ও পোলিং এজেন্টরা।

এসময় পোলিং এজেন্ট নাজমুল হোসেন বলেন, শক্তিশালী নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করতে গিয়ে আমরা হামলা, নির্যাতন, নিপীড়ন ও মামলার শিকার হয়েছি। এমপির কাছে মাসিক ভাতা প্রদানের দাবি জানাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার শুরুতে প্রায় ৪৩ সেকেন্ড ধরে কাঁদেন এমপি আব্দুর রউফ। তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ ও অত্যাচারীদের শত নির্যাতন সহ্য করে আপনারা আমাকে বিজয়ী করেছেন। আপনাদের ঋণ কোনোদিন ভুলবো না। আপনাদের যে কোনো চাওয়া-পাওয়া পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরও বলেন, ভোটের দিন পোলিং এজেন্টদের সঠিকভাবে দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি। পোলিং এজেন্টরা চাইলেই নিরপেক্ষ ভোট উপহার দিতে পারেন।

এসময় কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠসহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/জেডএইচ/এমএস

People are also reading